প্রতিদিনের খবর ডেস্ক :
চলতি বছর বাংলাদেশে দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় সারাদেশের লাখ লাখ হাফেজদের মধ্যে শতকরা ৯৯ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন তাড়াইলের হাফেজ আবু দারদা (১২)। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইলের জাওয়ার ইউনিয়নের ইশাপমর গ্রামের আবু তাহেরের ছোট ছেলে। হাফেজ আবু দারদা ঢাকার কুড়িলের মাদ্রাসাতুন নুর ঢাকা আল ইসলামিয়া আল মাদানিয়্যাহ থেকে পরীক্ষা দিয়ে এ সফলতা অর্জন করেন।
ছেলের এই সফলতায় আবু তাহের আল্লাহ পাকের শুকুরিয়া আদায় করে তার সন্তান ও তার শিক্ষক এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সফলতা ও উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
জানা গেছে, আবু তাহেরের সাত ছেলে ও চার মেয়ে প্রত্যেকেই কেরআনে হাফেজ। তারাও মাদ্রাসায় অধ্যয়নরত। মাদ্রামাতুন নুর এর প্রতিষ্ঠাতা পরিচালক আবু তাহেরের দ্বিতীয় সন্তান মুফতি আরিফ ইবনে আবু তাহের তার প্রতিষ্ঠানের ঈর্ষণীয় সফলতার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মাদ্রসার ছাত্র শিক্ষক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন তার প্রতিষ্ঠানে কোনো ছাত্রকেই বেত্রাঘাত করা হয়না। এখানে প্রত্যেক শিক্ষার্থীকে মায়া মমতা দিয়ে যত্ন সহকারে পাঠদান করানো হয়।
প্রতিষ্ঠানের আর্থিক কোনো কাজে ছাত্রদেরকে কখনোই ব্যবহার করা হয় না; ভবিষ্যতেও করা হবে না।
আমরা দেশ ওজাতির কল্যাণে একজন সুনাগরিক ও বিশ্বসেরা হাফেজ তৈরি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে সবার সহযোগীতা কামনা করি। সুত্র: আজকালের খবর
Leave a Reply