বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা সারাদেশে যৌন নিপীড়ন, ধর্ষণ, খুন এবং নারীদের নিরাপত্তাহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ এক মানববন্ধন আয়োজন করে। শিক্ষার্থীরা মানবাধিকার এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে কঠোর পদক্ষেপের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী মরিয়ম বেগম, অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী মরিয়ম বেগম এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী খুশি প্রমুখ। বক্তারা বলেন, “বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে নারীদের প্রতি সহিংসতা বাড়ছে, যা অমানবিক এবং দুঃখজনক। নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে সমাজে সংস্কার প্রয়োজন। নারীদের প্রতি সহিংসতা বন্ধে এখনই দৃঢ় পদক্ষেপ নিতে হবে।”
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড এবং স্লোগানসহ প্রতিবাদ জানান। তারা বলেন, “নারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।” মানববন্ধনে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এছাড়াও বক্তারা আরও বলেন, “যতদিন না নারীদের প্রতি সহিংসতা কমানো যায়, ততদিন শিক্ষার্থী হিসেবে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। আমরা চাই প্রশাসন নারীদের বিরুদ্ধে ঘটে যাওয়া অপরাধের প্রতি কঠোর মনোভাব গ্রহণ করুক।”
মানববন্ধনের মাধ্যমে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা নারীদের নিরাপত্তা এবং তাদের প্রতি সহিংসতা রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানান।
Leave a Reply