বিশেষ প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ চন্দ্রগঞ্জ থানা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকালে রাজমুকুট কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষীপুর জেলার সেক্রেটারী হযরত মাওঃ জহির উদ্দিন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চন্দ্রগঞ্জ থানা সেক্রেটারী মাওঃ কারী আব্দুর রশিদ ইউসুফের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষীপুর জেলা এজেস্টেন হাঃ লোকমান আল মাজহারী, চন্দ্রগঞ্জ থানা সভাপতি মাওঃ মাকছুদুর রহমানসহ বিএনপি, জামায়েত ইসলামি বাংলাদেশ, সাংবাদিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ চন্দ্রগঞ্জ থানা ও ইউনিটনের নেত্রীবৃন্দ।
প্রধান অতিথি হিসাবে বক্তব্যে হযরত মাওঃ জহির উদ্দিন বলেন, “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধির মাস, আল্লাহর প্রতি আনুগত্য এবং মানবিক দৃষ্টিকোণ থেকে একে অপরকে সহানুভূতির মাধ্যমে উপকারী হওয়ার সুযোগ। রমজান আমাদের চরিত্র ও আচরণে পরিবর্তন আনার একটি গুরুত্বপূর্ণ সময়।”
তিনি আরো বলেন, “এ মাসে আমাদের শুধু রোজা রাখাই নয়, বরং আমাদের ব্যক্তিগত, সামাজিক ও ধর্মীয় দায়িত্বসমূহ পালনের ক্ষেত্রে আরও সতর্ক এবং সৎ থাকতে হবে।”
“ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি এবং বিশ্ব মানবতার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।”
Leave a Reply