বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বাংলাদেশ জামায়েত ইসলামী পাঁচপাড়া ১নং ওয়ার্ডের উদ্যোগে উত্তর পূর্ব পাঁচপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েত ইসলামী লক্ষ্মীপুর জেলা সহঃ নায়েবে আমির আধ্যাপক আবদুর রহমান মাষ্টার।
আ.ন.ম. শামছুল করিমের পরিচালনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শুরা ও কর্মপরিষদের সদস্য মোস্তাফা মোল্লা, বায়তুন নুর জামে মসজিদের খতিব মাওঃ মাকছুদুর রহমান, পাঁচপাড়া ১নং ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলম, জামায়েত মো: ফয়সালসহ জামায়তের আরও অনেক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য বলেন, আল্লাহর অশেষ রহমত ও বরকতের কারণে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। আজকের এই ইফতার মাহফিল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজন। এটি শুধু রোজাদারদের জন্য ইফতার করার সুযোগ নয়, বরং আমাদের একে অপরের সঙ্গে মিলিত হয়ে সামাজিক, ধর্মীয় এবং ঐতিহ্যবাহী বন্ধন আরও দৃঢ় করার একটি সুযোগ।
তিনি আরো বলেন, রমজান মাস শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি, আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহর নৈকট্য লাভের মাস। এই মাসে আমরা দান-খয়রাত এবং আল্লাহর পথে কাজ করতে উদ্বুদ্ধ হই, যা আমাদের জীবনকে আরো ভালো ও আলোকিত করে।
অনুষ্ঠানের শেষা দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওঃ আবদুল, দোয়া ও মুনাজাতে মহান আল্লাহর কাছে দেশ, জাতি, এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। সকল উপস্থিত ব্যক্তিরা এই মহতি আয়োজনে অংশ নিয়ে সবার জন্য শান্তি, নিরাপত্তা এবং উন্নতির প্রার্থনা করেন।
Leave a Reply