বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠান।
সোমবার বিদ্যালয়ের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি মীর জুমলা মিঠু।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে ফুল দিয়ে নবগঠিত কমিটিকে বরণ করে নেওয়া হয়। বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,এডহক কমিটির সদস্য সচিব বিদ্যলয়ের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি এস সামছুল আলম, অভিভাবক সদস্য নুর হোসেন মানিক, ১নং আমানউল্যাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহরুল আলম সুমন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য আবদুস সাত্তার, মোঃ আলমগীর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মোঃ মহসীন, জোনায়েদ অপু, আকরাম হোসেন রকি, কাজী রাজন ও ছলিম পাটওয়ারী নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভাপতির বক্তব্যে মীর জুমলা মিঠু বলেন, শিক্ষার্থীদের অধ্যয়নে মনোনিবেশ করে দেশের শ্রেষ্ঠ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামীর জাতির কর্ণধার। আমরা শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে কাজ করবো।
অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং আগত অতিথিদের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি এক স্মরণীয় মুহূর্তে পরিণত হয়।
Leave a Reply