নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা বিএনপির আওতাধীন ইউনিয়নসমূহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০২৫ সালের ইউনিয়ন কাউন্সিলের সময়সূচি প্রকাশ করেছে।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ ভূঁইয়ার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া তথ্যমতে, ২৫ জুন থেকে ২ জুলাই ২০২৫ পর্যন্ত পর্যায়ক্রমে আটটি ইউনিয়নে কাউন্সিল অনুষ্ঠিত হবে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী: ২৫ জুন – চরশাহী ইউনিয়ন, ২৬ জুন – হাজিরপাড়া ইউনিয়ন, ২৭ জুন – চন্দ্রগঞ্জ ইউনিয়ন, ২৮ জুন – দীঘলী ইউনিয়ন, ২৯ জুন – উত্তর জয়পুর ইউনিয়ন, ৩০ জুন – কুশাখালী ইউনিয়ন, ১ জুলাই – মান্দারী ইউনিয়ন, ২ জুলাই – দত্তপাড়া ইউনিয়ন।
উল্লেখ্য, গত দুই মাসে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল সম্পন্ন হয়েছে। এসব ওয়ার্ড কাউন্সিলে দলীয় ভোটাররা সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করেন। পরে ওই নির্বাচিত সদস্যরা এবং সার্চ কমিটির প্রতিনিধিরা মিলে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করবেন।
ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন ওয়ার্ড পর্যায়ের নির্বাচিত সদস্যদের ভোটে।
ঘোষিত নিয়ম অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০০ টাকা, এবং সাংগঠনিক সম্পাদক পদের জন্য ৩০০০ টাকা।
কাউন্সিল সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তা জেলা বিএনপি কর্তৃক গঠিত আপিল ট্রাইব্যুনালে জমা দেওয়া যাবে।
এ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সদস্য হিসেবে রয়েছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজাম, জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাব উদ্দিন (সাবু), জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব।
সিডিউল ঘোষণার পর থেকেই ইউনিয়ন পর্যায়ের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির নেতারা জানিয়েছেন, দলীয় গঠনতন্ত্র মেনে নিয়মতান্ত্রিকভাবে কাউন্সিল সম্পন্ন করে গণতন্ত্র চর্চার ধারাবাহিকতা বজায় রাখা হবে।
Leave a Reply