বেগমগঞ্জ প্রতিনিধি:
“ইসলাম, ঈমান, এহসান” এই মূলনীতি ধারণ করে বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী (র.) জিন্দাবাদ, বিশ্ব জাকের মঞ্জিল জিন্দাবাদ এবং জাকের পার্টি জিন্দাবাদ স্লোগানে নোয়াখালীর বেগমগঞ্জে ইউনিয়নভিত্তিক জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২টায় বেগমগঞ্জ উপজেলার হাজী মার্কেটে এ জনসভা ও র্যালীর আয়োজন করেন বেগমগঞ্জে ছয়নাী ও রাজগঞ্জের জাকের পার্টি ও সহযোগী সংগঠন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ০৬নং রাজগঞ্জ ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ আমির হোসেন। প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এ.টি.এম হোসেন হায়দার সেলিম।
প্রধান অতিথির বক্তব্য হায়দার সেলিম বলেন, বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী (র.) মানবতার মুক্তির জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তারই আদর্শ ও শিক্ষা ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাচ্ছি। জাকের পার্টি সবসময় ইসলাম, ঈমান ও এহসানের প্রচারে অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলকে ফরিদপুরী দরবারের শিক্ষা মেনে চলতে হবে।
বিশেষ অতিথিদের বক্তব্য বিশেষ অতিথি নোয়াখালী জেলা জাকের পার্টির সভাপতি মুহাম্মদ বাহার উদ্দিন বলেন, বর্তমান সময়ের সংকটে জাকের পার্টি মানুষের কল্যাণে কাজ করছে। আমরা ইউনিয়নভিত্তিক জনসভা ও র্যালীর মাধ্যমে ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।

সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে খাজাবাবা ফরিদপুরীর দেখানো পথে চলা এবং তার আদর্শ বাস্তবায়ন করা। এজন্য প্রত্যেক কর্মীকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
সাংগঠনিক সম্পাদক আবদুল মতিনসহ জেলা ও থানার অন্যান্য নেতৃবৃন্দও সভায় বক্তব্য রাখেন।

আয়োজক ও সহযোগিতা এন্তেজামে ছিলেন বেগমগঞ্জ উপজেলার ০৫নং ছয়ানী ইউনিয়ন ও ০৬নং রাজগঞ্জ ইউনিয়নের যৌথ জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সার্বিক সহযোগিতা করেন, মোঃ ইসমাইল, মোঃ ইয়াছিন আরাফাত, মোঃ ফখরুল ইসলাম মিঠু, মোঃ নজরুল ইসলাম।
সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়, যেখানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় ভক্তবৃন্দ অংশ নেন।
Leave a Reply