বিশেষ প্রতিনিধি :
যথাযথ মর্যাদায় এবং শোক ও শ্রদ্ধায় ইতিহাসের মহা নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বরণ করলো লক্ষ্মীপুরবাসী। জেলাব্যাপী নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে পালন করা হয়েছে জাতীয় শোক দিবস । (১৫ আগস্ট) উপলক্ষ্যে সকাল ৯ টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অপর্ন, সাড়ে ৯ টা থেকে বিভিন্ন সংগঠনের উদ্দ্যেগে প্রায় ঘন্টাব্যাপী শোক র্যালি শহর প্রদক্ষিন করে। পরে আলোচনা সভা, কাঙ্গালী ভোজ, দোয়া ও মাহফিলসহ জেলা ব্যাপী নানা কর্মসুচি আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জেলা শহরে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু প্রমুখ।
শোক সভায় বক্তারা ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে খুন করার কথা তুলে ধরে অবিলম্বে খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবী জানান।
এসব পৃথক কর্মসুচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।
এদিকে চন্দ্রগঞ্জে নানা কর্মসূচি পালনের মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ,চন্দ্রগঞ্জ থানা, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা ও প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় আলাদা আলাদা ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অপর্ন করেন। পরে ছাত্র/ছাত্রীদের মাঝে কবিতা,ছড়া,দেশাত্ববোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ও প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি সামছুউদ্দিন পাটওয়ারী, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা প্রভাষক মুজাহিদুল ইসলাম,গভর্নিং বডির সদস্য মোঃ বাবুল হোসেন। প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন,চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান নিজাম,চন্দ্রগঞ্জ থানা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আইনুল আহমেদ তানভীর,বিদ্যালয় অভিভাবক সদস্য কাজী মোস্তফা কাজল,মহিউদ্দিন ভুলু,মোঃ আলাউদ্দিন,এ্যাড.সামছু প্রমূখ।
শেষে আলোচনা সভা,দোয়া ও মাহফিলসহ নানা কর্মসুচি আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
Leave a Reply