শিরোনাম:
ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও ষড়যন্ত্রের প্রতিবাদে চন্দ্রগঞ্জে বিএনপির বিক্ষোভ পানিবন্দি মানুষের পাশে আল আমিন ফাউন্ডেশন লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটুক্তির প্রতিবাদে বেগমগঞ্জে বিএনপির বিক্ষোভ বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠ সম্মাননা পেলেন চন্দ্রগঞ্জের মাকছুদুর রহমান চন্দ্রগঞ্জে দিনের আলোতে অপহরণ ৪ জন গ্রেফতার চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচনে তফসিল ঘোষণা চন্দ্রগঞ্জ থানা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, কর্মকর্তা-ফোর্সদের সঙ্গে মতবিনিময় লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

জিয়া সৈনিকদলের পূর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিক ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
  • 1727 Time View

ইব্রাহিম খলিল মঞ্জু :
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিকদলের কেন্দ্রীয় পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার বেলা ৫ ঘটিকার সময় ঢাকার মেট্রো রেস্তোরার ভিআইপি হলে সাবেক কমিটির সদস্যগণের উপস্থিতিতে এক বিশেষ সভার মাধ্যমে ১৮০ সদস্য বিশিষ্ট কমিটি<span;> ঘোষণা করা হয়।
কমিটির সদস্যরা হলেন, সভাপতি মির্জা এন.এইচ রুবেল, সিনিয়র সহ-সভাপতি হানিফ টিটু, সহ-সভাপতি সফিকুর রহমান, সাধারণ সম্পাদক লায়ন মনসুর আহমেদ মুন্না, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ করিম, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক রোমান, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মিজানুর রহমানসহ ১৮০ জন বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়।
জাতীয়তাবাদী দল বিএনপি’র সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশকারী এই দলটি জিয়ার সৈনিক দল হিসেবে মাঠ পর্যায়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে।
দলটির প্রধান পৃষ্ঠপোষক সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান জনিয়েছেন দেশ নায়ক তারেক রহমানের পরামর্শে এই অঙ্গসংগঠনটি গঠন করা হয়েছে।
সুদীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে এবং ৫ ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল এই অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এই অঙ্গ সংগঠন কেন্দ্রীয় কার্যালয় তথা ঢাকাসহ বিভিন্ন জেলা উপজেলা দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে।

নব গঠিত কমিটির সভাপতি মির্জা এন.এইচ রুবেল বলেন, বিগত ১৬ বছর আনুষ্ঠানিকতার মাধ্যমে কমিটি গঠনতো দূরের কথা আলোচনা সভা সমাবেশ করতে পারি নাই। ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে বাকশালী সরকার প্যাসীস সরকার প্রধান দেশ থেকে পালায়নের মাধ্যমে দেশের মানুষ স্বাধীনতার সু-গ্রান পেতে চলেছে, তারই ধারাবাহিকতায় আজ মানুষ মুক্ত আকাশের নিচে নিঃশ্বাস পেলে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে।

সিনিয়র সহ-সভাপতি হানিফ টিটু বলেন, আজ এই নব গঠিত  কমিটির মাধ্যমে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে ফ্যাসিস্ট  দোসরদের প্রতিহত করে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করে যাব ইনশাআল্লাহ। আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের আদর্শ। বিগত ১৬ বছর ধরে আমরা রাজনৈতিক আন্দোলন সংগ্রাম করে আজ মুক্ত পরিবেশ পেয়েছি, কাউকে এই পরিবেশ নষ্ট করার সুযোগ আমরা দিবনা। বিএনপির অঙ্গ সংগঠন হিসেবে আমরা মূল দলের সকল সিদ্ধান্ত ও কার্যক্রম বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করে যাবো।

নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক লায়ন মনসুর আহমেদ বলেন, দীর্ঘ ১৬ বছর আন্দোলন সংগ্রাম করে আজ আমরা মুক্ত স্বাধীন ভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করি আমরা। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে অবিচল ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশ মতো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য মাঠ পর্যায়ে সদা প্রস্তুত আছি আমরা। আমাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

সফিকুল ইসলামের সঞ্চালনায় ও লায়ন মনসুর আহমেদ মুন্না’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares