বিশেষ প্রতিনিধি :
আমানী লক্ষ্মীপুর বেগম হামিদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল কামাল মাহামুদ হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি —রাজিউন)। তিনি ১৭দিন যাবত ঢাকাস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও শেরে বাংলা নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিলে ৬০ বছর।
মৃত্যুর পর ঢাকা থেকে দুপুরে ১টায় মরহুমের মরদেহ আমানী লক্ষ্মীপুর বেগম হামিদা উচ্চ বিদ্যালয়ে পৌঁছে। সেখানে তাঁর ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ২য় জানাজা শেষে গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন পাঁচপাড়ায় পারিবারিক গোরস্তানে তাঁর মরদেহের দাফন সম্পন্ন হয়।
শিক্ষক আল কামাল মাহামুদ আমানী লক্ষ্মীপুর বেগম হামিদা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ২২ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা, ১ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে যান।
জনপ্রিয় এ শিক্ষকের নামাজের জানাজায় উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. সফিউল্যা খাঁন, বাংলাদেশ শিক্ষক সমিতির লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মমিন উল্যা, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিন উদ্দিন, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তাফা কাজলসহ সর্বস্তরের মানুষ।
এদিকে, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।
Leave a Reply