বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফ পুর গ্রামের বাহান বাড়িতে এই ঘটনা ঘটে।
জানাযায়, গত ২৪ই জানুয়ারী বাহান বাড়ির মৃত আবদুর রহমান মৌলভি মাষ্টারের ছেলে মাহামুদুর রহমান মানিক মারাযান। তার মৃতদেহ বাপ-দাদার পারিবারিক কবরস্থানে কবর দেওয়ার জন্য তার আত্মীয় স্বজনরা কবর স্থানে গেলে একই বাড়ির মৃত গোলাম সারওয়ারের স্ত্রী সাজেদা বেগম, মেয়ে রোকসানা আক্তার, আইরিন আক্তার, গোলাপ রহমান, গোলাপ রহমানের মেয়ে শিমু আক্তার, ছেলে আমির হোসেনসহ কয়েকজন মিলে বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে মহিলারা কবর স্থানের ভিতরে ঢুকে কবর খোড়ার সরমজান নিয়ে যায়। পরে নব নির্বাচিত ইউ’পি সদস্য মহিন উদ্দিন ও সাবেক ইউ’পি সদস্য সামছু উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ গিয়ে ঐ মহিলাদেরকে বুঝাতে না পেরে। পাশে একটি কবর স্থান মানিককে কবরস্থ করেন।
মৃত মানিকের বড় ভাই সেলিম জানান, আমার ছোট ভাই মানিক মারাযায়। আমার পিতা-মাতার পার্শ্বে পারিবারিক কবরস্থানে কবরস্থ করতে গেলে আমাদের বাড়ির মৃত গোলাম সারওয়ারের স্ত্রী সাজেদা বেগম ও তার মেয়েরাসহ বাধা দেয়। এতে আমার ছোট ভাই মানিককে আমার পিতা-মাতার পার্শ্বে কবর দিতে পারিনাই। পরে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে পাশে একটি কবর স্থানে আমার ভাইকে কবর দেই। এই কবরস্থান বাড়ির সকলের কবরস্থান, মোট জমিন ১২ শতাংশ। পরে এই ঘটনা আড়াল করতে মৃত গোলাম সারওয়ারের মেয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি মিথ্যা অভিযোগ করে এবং বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি প্রধান করে।
মৃত গোলাম সারওয়ারের মেয়েরা জানান, এই কবরস্থানে আমার বাবার নামে তিন শতাংশ জমিন রেকর্ড আছে। তারা আমাদের জায়গায় কবর দিতে গেলে আমরা বাধা দেই।
Leave a Reply