বিশেষ প্রতিনিধি :
বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুরে জগদীশপুর গ্রামের মানুষ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কাছে জিম্মি হয়ে পড়েছে । সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার জুমার নামাজ শেষে জগদীশপুর জামে মসজিদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
স্থানীয় জানান, স্থানীয় শীর্ষ সন্ত্রাসী সোহাগ, রুবেল, ইয়াবা ব্যবসায়ী ফরহাদসহ সন্ত্রাসী বাহিনী সৃষ্টি করে জগদীশপুর গ্রামের সাধারণ মানুষদের জিম্মি করে দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি করে আসছে। নুরুল আলম প্রকাশ সোহাগ পার্শ্ববর্তী জেলার শীর্ষ সন্ত্রাসী বন্ধুকযুদ্ধে নিহত সোলেয়মান উদ্দিন জিসান বাহিনীর সেকেন্ডইন কমান্ড ও যুবদল নেতা। সোহাগ বাহিনীর সন্ত্রাসী, হত্যা, চাঁদাবাজি, ইভটিজিং, লুটপাট ও জবর-দখলসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড করে আসছে। পরিস্থিতি বেগতিক হওয়ায় এক পর্যায়ে ভুক্তভোগী স্থানীয় গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দেলনে নামতে বাধ্য হয়েছে।
স্থানীয় সমাজসেবক ও শিক্ষাণুরাগী নুরুজ্জামান মাষ্টার সভাপতিত্ব এ সময় বক্ত্যব রাখেন. বিশিষ্ট ব্যবসায়ী নূর কেরানী, আবুল হাশেম, মো. সামছুল হক বাচ্চু মিয়া, আবদুল মন্নান, ফারভেজ প্রমুখ।
বক্তরা বলেন, আমারা এলাকার মানুষ শান্তিপ্রিয়,ইদানিং বেশকিছু সন্ত্রাসী ও চাঁদাবাজের কাছে বর্তমানে নিরিহ গ্রামবাসী জিম্মি হয়ে পড়েছে। তারা কথায় কথায় চাঁদাবাজী ও মারপিট করে। তাদের অত্যাচারে অতিষ্ট গ্রামবাসীরা মানববন্ধন ও বিক্ষোভ সবাই ঐক্যবদ্ধ হয়ে পথে নেমে এসেছে।
এই সময় বক্তরা আরো বলেন. আলাইয়ারপুর ইউনিয়নে নুরুল আলম প্রকাশ সোহাগের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানাসহ লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ ১৭/১৮ মামলা রয়েছে। মানববন্ধন ও বিক্ষোভ শেষে জেলা পুলিশ সুপার ও বেগমগঞ্জ মডেল থানায় একটি স্বারক লিপি প্রধান করবেন এলাকাবাসী।
Leave a Reply