লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে এবার একই পরিবারের ৩জনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার টুমচর ইউনিয়নের ডিঙ্গা মানিক গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, স্থানীয় বাসিন্দা শামছুল হক, তার মেয়ে মনি আক্তার ও তার জামাই জাবেল (মনির স্বামী)।
ভুক্তভোগীরা জানান, ঘরের সিঁদ কেটে রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ তাদের বেঁধে ফেলার চেষ্টা করা হয়। টের পেয়ে চিৎকার করেন তারা। এসময় এলোপাতাড়ি কুপিয়ে তাদের জখম করে ডাকাতরা। লুঙ্গি পরা অবস্থায় ১ জন ও অন্য ৩ জন শার্ট প্যান্ট পরা ছিল।
তাদের একটি মুঠোফোন ও একটি মানিব্যাগ ডাকাতরা নিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।
এ ঘটনা ছাড়াও গত এক সপ্তাহে একই ইউনিয়নের পশ্চিম টুমচর গ্রামের ৩টি বাড়ীতে পৃথকভাবে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা বাড়ীর লোকজনকে বেঁধে মারধর করে নগদ ৫ লক্ষাধিক টাকা ও ৭ভরি স্বর্ণালংকার লুটে নেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী এলাকাবাসী। এসব ঘটনায় স্থানীয়রা রাত জেগে লাঠি হাতে পাহারা দিতে দেখা যায়। তবে হয়রানি এড়াতে কেউ থানায় কোন অভিযোগ করেনি বলে জানা যায়। গ্রাম পুলিশ ও থানা পুলিশ টহলে রয়েছেন। এরপরও ঠেকানো যাচ্ছেনা ডাকাতি।
সদর থানার ওসি একে এম আজিজুর রহমান মিয়া জানান, ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশের তৎপরতা আরো বাড়ানো হয়েছে। ঘটনাগুলোর তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।
Leave a Reply