বিশেষ প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমানকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সামবেশ হয়েছে। সোমাবার রমনিরহাটের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চেয়ারম্যান আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওমর বাদশা, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, উপজেলা ইউ’পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও আমানউল্যাহপুর ইউ’পির চেয়ারম্যান আরিফুর রহমান মাহমুদ ও জীরতলী ইউ’পি চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলন, আলাইয়ারপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম টিপুসহ বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, আওয়ামীলী, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান আর তা না করলে কঠিন কর্মসুচির ঘোষনা দেয়ার আল্টিমেটাম দেন।
উল্লেখ, গত রোববার রাতে রমনিরহাটে ইউ’পি চেয়ারম্যান আনিছুর রহমানকে হত্যার উদ্দেশে গুলি করে সন্ত্রাসীরা। গুলি লক্ষভ্রষ্ট হয়ে তিনি প্রানে বাঁচলেও পান দোকানদার, পথচারিসহ তিনজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় চেয়ারম্যান বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ একজনকে আটক করেছে।
Leave a Reply