প্রতিদিনের খবর ডেস্ক :
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা মারা গেছেন। বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি… রাজিউন)।
সোমবার দুপুর পৌনে ৩টায় পরিবর্তন ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রবীণ এ রাজনীতিকের মৃত্যুতে দলের পক্ষ থেকে শোক প্রকাশ করেন।
এদিকে, সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাংলাদেশ সময় সোমবার দুপুর ২টা ৪৫ মিনিটে তার ফেসবুক স্ট্যাটাসে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। আমার বাবা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা নিউইয়র্ক সময় রাত ২:৫০ মিনিট ও বাংলাদেশ সময় দুপুর ১:৫০ মিনিটে নিউইয়র্ক শহরে ইন্তেকাল করেছেন। পরিবারবর্গের পক্ষ থেকে পরবর্তী তথ্য জানানো হবে।’
সাদেক হোসেন খোকা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়েন ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউটে কিডনি ও ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হন। ২৯ নভেম্বর ২০১১ সাল পর্যন্ত টানা ১০ বছর বিএনপি ও আওয়ামী লীগের শাসনামলে ঢাকা মহানগরের মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা। ২০১৪ সালের ১৪ মে থেকে যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য অবস্থান করছিলেন এ বীর মুক্তিযোদ্ধা।
Leave a Reply