বিশেষ প্রতিনিধি :
বাবরি মসজিদের স্থলে রামমন্দির প্রতিষ্ঠার এক তরফা রায় বাতিল এবং বাবরি মসজিদ পুনঃ নির্মানের প্রতিবাদে খেলাফত মজলিস বেগমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে চৌমুহনী পাবলিক হলের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাখার সভাপতি মাওলানা মোরশেদ আলম মাসুম।
শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ উল্লাহ মোঃ ফাইয়াজের সঞ্চলনা এই সময়ে বক্তব্য রাখেন, জেলা সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, ছাত্র মজলিস নোয়াখালী জেলা উত্তর সভাপতি এ.আর.এম সাইফুল্লাহ, খেলাফত মজলিস চৌমুহনী শহর সহ-সাধারণ সম্পাদক মাওঃ ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউনুস, মাওঃ ইমতিয়াজ আহমদ ও হাফেজ মাওঃ মামুনুর রশীদ ফয়সাল।
মানববন্ধনে বক্তরা বলেন ৪৯১ বছরের ঐতিহাসিক বারবি মসজিদকে শহীদ করা হয়েছে, তার বিচার হয়নি। সুপ্রীম কোর্ট পবিত্রস্থানে রাম মন্দির নির্মানের রায় এক তরফা সাম্প্রদায়িক এবং অসাংবিধানিক। এই রায় বিশ্বের মুসলমানের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নসাৎকারী। অবিলম্বে এই রায় বাতিল করে বাবরি মসজিদ পুনঃনির্মানের দাবী জানান।
মানববন্ধনে খেলাফত মজলিসের বিভিন্ন শাখার নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ধর্মপ্রান মোসলমান উপস্থিত ছিলে।