ইমাম উদ্দিন সজিব:
“ছাএ জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই স্লোগান নিয়ে সারা দেশে একযোগে উদযাপন হচ্ছে নিরাপদ সড়ক দিবস ২০২৪, তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় নিরাপদ সড়ক চাই চন্দ্রগঞ্জ থানা শাখার উদ্যোগ চন্দ্রগঞ্জে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি চন্দ্রগঞ্জ বাজারের নিউমার্কেট হতে শুরু হয় চালক ও জনসাধারণের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করে আফজাল রোড এলাকায় গিয়ে কার্যক্রম শেষ হয়।
চন্দ্রগঞ্জ থানা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বাবু সমীর কর্মকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবলু হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু।
বিশেষ অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বাচ্চু বলেন, নিরাপদ সড়ক আমাদের সবার প্রয়োজন, চিএ নায়ক ইলিয়াস কাঞ্চন তার প্রিয়জনকে হারিয়ে সামাজিক উদ্যোগ হিসেবে এই কার্যক্রম শুরু করলেও আজ তা জাতীয় আন্দোলনে রুপ নিয়েছে। সারা দেশের ন্যায় আমাদের এই এলাকার সড়ক যেন নিরাপদ থাকে সে লক্ষে আমারা সবাই মিলে কাজ করতে হবে, আমাদের লক্ষ্মীপুর-চৌমুহনী মহাসড়কের অবস্থা খুবই করুন, আমরা প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি দ্রুত সড়ক সংস্কার করার জন্য। পাশাপাশি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য বলবো আপনাদের লেখার মাধ্যমে পত্রিকায় তুলে এই করুন পরিস্থিতি। সবার সহযোগিতায় আমরা একটা নিরাপদ সড়ক নিশ্চিত করতে পারবো আশাকরি। পাশাপাশি তিনি এই দিবসের সফলতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, আজ ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উদযাপন করছি আমরা। সড়ক নিরাপদ করা প্রশাসনের পক্ষে একা সম্ভব হবে না, এখানে চালক, মালিক, শ্রমিক, জনসাধারণ ও গণমাধ্যম সবাই ঐক্যবদ্ব হয়ে কাজ করেই সড়ক নিরাপদ করতে হবে। চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন তার একক সামাজিক আন্দোলন জাতীয় আন্দোলনে রুপান্তর করেছে, আমরাও আমাদের নিরাপত্তার স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম (কালা মুন্সি), কফিলউদ্দিন কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ও চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য মোঃ মনিরুল ইসলাম, আলরাজি মেডিকেল সার্ভিসের ব্যবস্থাপনা ও পরিচালক ডাঃ শহীদুল্লা স্বপন, চন্দ্রগঞ্জ বাজারে বিশিষ্ট ব্যবসীয় এমামুল হক রতন, এস এম কে হসপিটালের ব্যবস্থাপনা ও পরিচালক মুজাহিদুল ইসলাম আসিফ, নিরাপদ সড়ক চাইের সহ সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান বিন্তুু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন জুয়েল, সদস্য রিংকু পাটোয়ারী প্রমুখ।
উল্লেখ্য ১৯৯২ সালের ২২ অক্টোবর চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিণী বান্দরবানে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়, সেই থেকে তিনি নিরাপদ সড়কের দাবিতে এই সামাজিক কার্যক্রম করেন। আজকের দিনে তা জাতীয় আন্দোলনে রুপান্তর হয়েছে, ২০১৮ সাল হতে সরকার এই দিনটিকে জাতীয় নিরাপদ সড়ক হিসেবে ঘোষণা করে।
Leave a Reply