শিরোনাম:
পাঁচপাড়া আদর্শ সমাজ কল্যাণ পাঠাগার মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হানিফ মিয়াজীর বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন চন্দ্রগঞ্জে নিরাপদ সড়ক চাই উপলক্ষে বণার্ঢ্য র‌্যালী ও আলোচনা সভা চন্দ্রগঞ্জে “শহীদ জিয়া স্মৃতি সংসদের” নতুন কার্যালয় উদ্বোধন জাতীয়তাবাদী শ্রমিকদলের মতবিনিময় সভা লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত -৩, আহত ২০জন কফিল উদ্দিন বিশ্ববিদ্যাল কলেজ সভাপতির আগমন উপলক্ষে আনন্দ মিছিল লক্ষ্মীপুরের পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত অপরাধ কমাতে সিসিটিভি ক‍্যামেরার ভূমিকা চন্দ্রগঞ্জ দলিল লেখক কল্যান সমিতির সভাপতি কাউছার, সম্পাদক মহিন

চন্দ্রগঞ্জে “শহীদ জিয়া স্মৃতি সংসদের” নতুন কার্যালয় উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
  • 680 Time View

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের মাদ্রাসা মার্কেট এলাকায় “শহীদ  জিয়া স্মৃতি সংসদের’ নতুন কার্যালয় উদ্বোধন করা হয়।
শুক্রবার বিকেলে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে নতুন এই কার্যালয় উদ্বোধন করেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু।
শহীদ জিয়া স্মৃতি সংসদ ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময় হতে এই সংগঠন স্থানীয় শিক্ষা সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। রাজনৈতিক ব্যক্তির নামে প্রতিষ্ঠিত হলেও দলমত নির্বিশেষে সমাজের সকল মানুষের জন্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এই সংগঠন।
ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন বলেন, ১৯৯১ সালে ছাত্র রাজনীতি করাকালীন  সময়ে আমি  ও আমার এলাকার স্থানীয় বিএনপি নেতা কর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি সম্মান রেখে এই সংগঠন গঠন করি। পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের সংগঠিত করে স্থানীয় পর্যায়ে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করাই ছিলো আমাদের উদ্দেশ্য। ২০১৬ সাল পর্যন্ত আমরা অফিসিয়াল কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখলেও বিগত সরকারের নেতাকর্মীদের অব্যাহত রাজনৈতিক চাপের কারণে গত আট বছর কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হই। এখন পরিস্থিতি অনুকূলে থাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আহবানে ও সার্বিক সহযোগিতায় আজ থেকে নতুন অফিস নেওয়ার মাধ্যমে কার্যক্রম পরিচালনা শুরু করলাম।
প্রধান অতিথির বক্তৃতায়  আনোয়ার হোসেন বাচ্চু বলেন, বিগত ১৭ বছর আমরা চন্দ্রগঞ্জ এলাকায় প্রকাশ্যে কোন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারিনি, দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আমরা আজ উন্মুক্ত গণতান্ত্রিক চর্চা করার সুযোগ পেয়েছি। আমরা যারা বিএনপি’র রাজনীতি করি তারা সবাই বিগত ১৭ বছর বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি সবার প্রতি আহবান জানাবো আগামী দিনেও সবাই একসঙ্গে রাজনীতি করবো, সবার প্রতি আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিব।
রাজনৈতিক স্মৃতিচারণ করতে গিয়ে শেখ পুর এলাকার প্রয়াত বিএনপি নেতা সিরাজ মেম্বার এর কথা তুলে ধরেন তিনি। এই এলাকায় বিএনপি’র রাজনীতিকে প্রতিষ্ঠা করার ক্ষেএে সিরাজ মেম্বার অনেক অবদান রেখেছেন।
তিনি আরও বলেন আপনারা এলাকায় সবার ঘরে ঘরে যাবেন, জনসাধারণের খোঁজ খবর নিবেন। সামনে জাতীয় সংসদ নির্বাচন আছে।  আমাদের লক্ষ্মীপুর জেলার মাটি ও গণমানুষের নেতা বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে জয়যুক্ত করার লক্ষ্য নিয়ে মাঠে কাজ করার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও আমাদের আগামীর দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা জনগণের মাঝে জানান দিতে হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার সুস্থতা কামনা করে জিয়া পরিবারের সকল মামলা প্রত্যাহার করার দাবি জানান বর্তমান সরকারের প্রতি।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সিনিয়র  সহ-সভাপতি আবদুল হান্নান ভূইয়া, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. মনিরুল ইসলাম, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক  মো. সোলায়মান, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি এনায়েত উল্যা, বিএনপি নেতা বাহার উদ্দিন, মহি উদ্দিন, সামছুল আলম, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের আহবায়ক ওমর খাঁন, সদস্য সচিব নুর হোসেন হারুন, সিনিয়র যুগ্ম-আহবায়ক আলতাপ হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন শ্রমিকদলের আহবায়ক আবুল কাশেম, কফিলউদ্দিন কলেজের ছাত্রদল শাখার সাবেক সহ-সভাপতি আজিজুল হক মিলন, চন্দ্রগঞ্জ থানা কৃষকদলের সহ-সভাপতি মো. জাহের, সহ-সাধারণ সম্পাদক মো. ওমর ফারুকসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares