লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজীর বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার উত্তর জয়পুর হানিফিয়া আলিম মাদ্রাসায় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ২২১ জন ভোটারের মধ্যে ১৭০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয়। অন্যান্য পদের প্রার্থীদের সাথে প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে সিরাজ মিয়া মাছ প্রতীকে ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামছুল আলম পানির কল প্রতীকে পেয়েছেন ৭৪ভোট।
সাধারণ সম্পাদক পদে আবদুল আউয়াল সুমন দোয়াত কলম প্রতীকে ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুর রহিম স্বপন দেওয়াল ঘড়ি প্রতিকে পেয়েছেন ৬১ভোট।
বিনা-প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিতরা হলেন, সভাপতি পদে মো. হারুন আর রশিদ, সহ-সাধারণ সম্পাদক পদে শাহাদাত হোসেন, সদস্য পদে আনোয়ার হোসেন ও হাসান মোল্লা।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন, হানিফ মিয়াজির বাজার ব্যবসাযী আবদুল মতিন মাষ্টার।সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন কাউছার আলম ও খোরশেদ আলম।
নির্বাচন পর্যবেক্ষণ করেন, উত্তর জয়পুর হানিফিয়া আলিম মাদ্রাসার সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মাহবুবুল আলম মাসুদ, মাদ্রাসার অধ্যক্ষ ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবদুন নুর, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, সাংবাদিক মহিন উদ্দিন লিটন, মাষ্টার আব্দুর রহমান, বিশিষ্ট শিল্পপতি হানিফ চৌধুরী, হানিফ মিয়াজী ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের কমিটির সভাপতি মো.আবদুল কাদের, বিশিষ্ট সমাজ সেবক জাকির হোসাইন ও আমির হোসাইন প্রমুখ।
Leave a Reply