শিরোনাম:
চন্দ্রগঞ্জ থানা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২৫ সদস্যের কমিটি  সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাছুম চন্দ্রগঞ্জে সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ থানা বিএনপির অধীন ইউনিয়ন কাউন্সিলের সিডিউল ঘোষণা ঈদের ষষ্ঠদিনে আসছে মুরতজা পলাশের ইউটিউব ফিল্ম ‘টাইগার-২’ লক্ষ্মীপুরে ভূমি বিরোধে সংঘর্ষ, একই পরিবারের ৪ জনসহ আহত ৬ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ একজন গ্রেফতার চন্দ্রগঞ্জে ৯ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী ইমরান গ্রেফতার প্রতিদিন আমার সংবাদ এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে সাংবাদিকের উপর হামলা, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি চন্দ্রগঞ্জে নকল ওষুধ বিক্রির অভিযোগে রাসেল ফার্মেসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা

অপরাধ কমাতে সিসিটিভি ক‍্যামেরার ভূমিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
  • 292 Time View

:: মুস্তাফিজুর রাহমান হেলাল ::

বাসা বাড়িতে কিংবা ঘরে-রেস্টুরেন্টে আমাদের সবারই একটা ভালো সিকিউরিটির দরকার হয়। কেননা, বিপদ কখনো বলে কয়ে আসেনা। কিন্তু, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, আমরা সেই সিকিউরিটি টা ম‍্যানেজ করতে ব‍্যর্থ হই। আবার, অনেক সময় দেখা যায় ভালো মানের সিসিটিভি ক‍্যামেরা এর অভাবে আমরা আমাদের ব‍্যবসা-প্রতিষ্ঠান, বাসা-বাড়িতে সিকিউরিটি ইনশিউর করতে পারিনা। দুর্ঘটনা যে কোন সময়েই ঘটে যেতে পারে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার কখন কোন স্টেপটা নিতে হবে। চলুন তবে জেনে নেই অপরাধ কমাতে সিসিটিভি ক‍্যামেরার ভূমিকা।

সিসিটিভি ক‍্যামেরার গুরুত্ব
অপরাধ কমাতে সিসিটিভি ক‍্যামেরার ভূমিকা অপরিসীম। আপনি যে ধরনের বিপদেই পরেন না কেন তার অধিকাংশই হ্রাস পেতে পারে যদি আপনি একটা ভালো মানের সিসিটিভি ক‍্যামেরা ক্রয় করা নিশ্চিত করতে পারেন। ছোট্ট একটি ঘটনাই চলুন বলি, অনেক বাসায় সিসিটিভি ক‍্যামেরা না লাগানোর ফলে দেখা যায় যে ঘরের মধ‍্যে থাকা সমস্ত জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়েই যায়।

আবার, কোথাও কোথাও এমন সব খুন, রাহাজানি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা ঘটে যা থেকে আপনি সহজে বের হয়ে আসতে পারবেন না। তাই, সবচাইতে বেশি ভালো হয় একটা ভালো মানের সিসিটিভি ক‍্যামেরা আপনার ঘরের বাইরে বা আশেপাশের কোন জায়গায় লাগিয়ে রাখার।

আজকাল শুধু বাসা-বাড়িতে নয়, অফিস-আদালত, ব‍্যবসা-প্রতিষ্ঠানসহ সমস্ত জায়গায় বেশি বেশি সিকিউরিটি ইনশিউর করতে আপনাকে সবার প্রথমে একটা ভালো মানের সিসিটিভি ক‍্যামেরা লাগাতে হবে। সিসিটিভি ক‍্যামেরা আজকালকার দিনে বাংলাদেশ পুলিশ অপরাধ প্রতিকার ও প্রতিরোধের জন‍্যেও ব‍্যবহৃত হচ্ছে।

শুধু তাই নয়, সারাদেশের সর্বক্ষেত্রে বেশি বেশি নিরাপত্তা ব‍্যবস্থা জোরদার করতে সিসিটিভি ক‍্যামেরা এখন ঘরে ঘরে মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি দেখা গেছে যে, আধুনিক ও প্রযুক্তিগত উৎকর্ষে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর জন‍্যেও নানাবিধ উদ‍্যোগও গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনলাইনে নানাবিধ সেবা প্রদানের জন‍্যে জনগণের আস্থা অর্জনেরও চেষ্টা চলেছে।

সিসিটিভি ক‍্যামেরার মাধ‍্যমে অনলাইনে নানাবিধ উদ‍্যোগ ও প্রকল্পের গ্রহণের মাধ‍্যমে অপরাধীদের চিহ্নিতকরণের কাজও করে চলেছে সরকার। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীদের জন‍্যে প্রতিক্ষেত্রেই বৃদ্ধি পাচ্ছে একটার পর একটা চ‍্যালেঞ্জ। আর এই চ‍্যালেঞ্জ মোকাবেলার প্রধান এবং অন‍্যতম পন্থাই হচ্ছে সিসিটিভি ক‍্যামেরার প্রয়োগ।

মন্তব‍্য
দেশ এবং দশের সেবায় সিসিটিভি ক‍্যামেরা ব‍্যবহারের কোন জুড়ি নেয়। প্রতিনিয়তই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের কাজের পরিধিকে বৃদ্ধিপ্রাপ্ত করছে। তাই এই বাহিনীকে অবশ্যই কৌশলী এবং বিচক্ষণ হতে হবে যুগের সাথে তাল মিলিয়ে। এর পাশাপাশি, আমি মনে করবো আমাদের নিজেদেরও উচিৎ সর্বপ্রকার নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে একটি ভালো মানের সিসিটিভি ক‍্যামেরার ব‍্যবহার করা। এটি আমাদের সবধরনের নিশ্চয়তাও প্রদান করে থাকে।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares