বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুরে দাদা খুনের দায়ে নাতিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। নিহত বৃদ্ধের নাম শামসুদ্দিন। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার সময় সদর উপজেলার মান্দারি বাজার এলাকা থেকে তার নাতি আব্বাস উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ২০১৭ সালের ৬ মে সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠকেই আবার এ নিয়ে কলহ শুরু হয়। এক পর্যায়ে দাদা সামসুদ্দিনকে আঘাত করেন আসামি আব্বাস উদ্দিন। এতে সামসুদ্দিনের মৃত্যু হয়।
এ ঘটনায় ওইদিনই নিহতের স্ত্রী আইয়াতি বেগম বাদি হয়ে তার ছেলে বেল্লাল হোসেন ও নাতি আব্বাস উদ্দিনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় বেল্লাল হোসেন দীর্ঘদিন যাবৎ কারাবন্দী ছিল। কিন্তু অপর আসামি আব্বাস উদ্দিন দীর্ঘদিন যাবৎ পলাতক।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, আদালত এ মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও দীর্ঘদিন যাবত আব্বাস আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মান্দারী এলাকা থেকে তাকে গ্রেফতারের পর বুধবার দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠায়।
Leave a Reply