প্রতিদিনের খবর ডেস্ক :
লক্ষ্মীপুরের রায়পুরে কৌশলে প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও মোবাইলে ফোনে ধারণ করে চাঁদা দাবির অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, ওই গ্রামের মোঃ কালামের ছেলে এরশাদ হোসেন (৪০) ও আবুল মোল্লার ছেলে মো. মুরাদ (৩৫)। অন্য দুইজন পলাতক।
অভিযোগে জানা গেছে, গত ১৫ জুলাই রাতে ওয়াইফাই সংযোগ দেয়ার নামে কাজিরদিঘিরপাড় বাজারের ডিস লাইনের মালিক মুরাদ তার কর্মচারি মতিনকে দিয়ে কৌশলে ওই প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও মোবাইল ফোনে ধারন করে।এরপর গত তিনদিন ধরে এরশাদ, মুরাদ,মতিন ও হানিফ ওই গৃহবধূকে অসামাজিক কাজ করার প্রস্তাব দেয়। এতে গৃহবধু রাজি না হলে তার নগ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে দুই লাখ টাকা দাবি করে। পরে শনিবার রাতে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বেলাল হোসেনের মধ্যস্থতা এক বৈঠকে ৮০ হাজার টাকা চাঁদা দেয়ার সমঝোতা হয়। ওই সময় নন জুডিশিয়াল সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া হয়। একপর্যায়ে মুরাদ ও তার লোকজন দুই লাখ টাকাই চাঁদা দিতে হবে বলে স্থান ত্যাগ করে। এ ঘটনা স্থানীয় এক সংবাদকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়।
রবিবার দুপুরে এএসপি স্পীনা রানী নেতৃত্বে পুলিশ ওই গৃহবধূর দুই স্বজনকে দিয়ে ফাঁদ পেতে চাঁদা দেবে বলে ওই দুই বখাটেকে কৌশলে ডেকে এনে আটক করে। সেই সঙ্গে তাদের ব্যবহৃত মোবাইল ফোন দুটি মেমোরি কার্ডসহ জব্দ করা হয়। তবে ভিডিওটি উদ্ধারের চেষ্টা চলছে।
অভিযুক্ত এরশাদ, মুরাদ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বেলাল বলেন, আমরা ঘটনা শুনে একই এলাকার বাসিন্দা হওয়ায় উভয় পক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা করছিলাম। কিন্তু তা আর হয়নি।।
বিষয়টি নিশ্চিত করে সহকারি পুলিশ সুপার (রায়পুর ও রামগন্জ সার্কেল) স্পীনা রানী জানান, নিজস্ব লোকের মাধ্যমে ঘটনাটি জেনে অভিযান চালিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত দুইজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। ওই গৃহবধুর পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। সুত্র: ইত্তেফাক
Leave a Reply