প্রতিদিনের খবর ডেস্ক :
লক্ষ্মীপুরের রায়পুরের ১নং উত্তর চরআবাবিল ইউপির চরআবাবিল গ্রামে সন্ত্রাসী হামলায় একই পরিবারের নারীসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ৫ জনকে আসামি করে রায়পুর থানায় মামলা দায়ের হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) জমি সংক্রান্ত বিরোধের জেরধরে পূর্বপরিকল্পনা অনুযায়ী স্থানীয় মোল্লাবাড়ির গিয়াস উদ্দিন মোল্লার ছেলে কামাল হোসেন, মৃত আব্দুল জলিল মোল্লার ছেলে গিয়াস উদ্দিন মোল্লা, কালা খাঁ’র ছেলে আবদুল খালেক খাঁ, কামাল হোসেনের স্ত্রী খাদিজা বেগম, গিয়াস উদ্দিন মোল্লার স্ত্রী রেজিয়া বেগমসহ অন্যান্য আসামিরা দা-চেনি লাঠি নিয়ে বিউটি বেগমসহ একই পরিবারের পাঁচজনকে বসতঘরের সামনে এসে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত যখম করে।
একপর্যায়ে আহতদের চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় রায়পুর সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করে।
এনিয়ে পরিবারের সকলের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা আইনের ধারস্থ হয়ে সুষ্ঠু বিচার দাবি করেছেন।
Leave a Reply