বিশেষ প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে সচেতন নাগরিক সমাজের উদ্ধেগে মানববন্দন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬অক্টোবর) বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ববাজার বাসইষ্টানে একতা সাউন্ডশন, এসো মানুষের পাশে দাঁড়াই, একাব্বপুর যুব সমাজ, খানপুর যুব সমাজ, মানব কল্যাণ ফাউন্ডেশন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
মানববন্দনে আকমল হোসাইন এর সঞ্চলনা বক্তব্য রাখেন, মো. রাসেল চৌধুরী, সাইফুল ইসলাম সুজন, ওমর ফারুক, কামরুল হাসান মাদানী প্রমূখ।
জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকার নূর ইসলাম মিয়ার বাড়িতে ওই গৃহবধূর বসতঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখেন স্থানীয় বাদল ও তার সহযোগীরা। এরপর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে তারা। এ সময় গৃহবধূ বাধা দিলে তারা বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিও চিত্র ধারণ করেন।
দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, বাদল ও কালামের নৃশংস নির্যাতনের শিকার এই নারী, বহু বার পায়ে ধরে বাবা ডাকলেও শেষ রক্ষা হয়নি এই নারীর। তারা খুব নারকীয়ভাবে এই নারীর যৌনাঙ্গ ও সমস্ত শরীরে নির্যাতন করে।
ঘটনার ৩২দিন পর গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে তা ভাইরাল হয়ে গেলে টনক নড়ে স্থানীয় প্রশাসনের।
পুলিশ ও র্যাব কয়েক দফায় অভিযান পরিচালনা করে প্রধান আসামিসহ ৪ আসামিকে আটক করেছে।
Leave a Reply