প্রতিদিনের খবর ডেস্ক :
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি ও এসএসসি পরীক্ষার ওপর নির্ভর করে এইচএসসি পরীক্ষার মূল্যায়ন করা হবে।
বুধবার সংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকসহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।
এ বছর এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিলের শুরুতে। পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৩ লাখের বেশি। কিন্তু পরীক্ষা শুরুর আগে মহামারি করোনাভাইরাসের কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়।
Leave a Reply