প্রতিদিনের খবর ডেস্ক :
সংবাদ প্রকাশের জেরধরে লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক বাংলার মুকুল পত্রিকার দুই সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে রায়পুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাঈল হোসেন খোকন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন, দৈনিক বাংলার মুকুল পত্রিকার সম্পাদক ও প্রকাশক একেএম মিজানুর রহমান মুকুল, নির্বাহী সম্পাদক আফরোজা আক্তার রাঙা, মোহনা টিভি রায়পুর প্রতিনিধি এস এন উদ্দিন রিয়াদ, এশিয়ান টিভি রায়পুর প্রতিনিধি জহিরুল ইসলাম টিটু।
মামলার এজাহারে মেয়র উল্লেখ করেন, গত ২৮ অক্টোবর তারিখে লক্ষ্মীপুরের স্থানীয় দৈনিক বাংলার মুকুলে তার নাম জড়িয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। সংবাদটিতে তার সুনাম ক্ষুন্ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে দৈনিক বাংলার মুকুল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মুকুল বলেন, প্রকাশিত সংবাদের প্রিন্ট ভার্সনে একটি শব্দ অনিচ্ছাকৃতভাবে প্রেসটাইপে ভুল হয়েছে। যার জন্য পরদিন ২৯ অক্টোবরের সংখ্যায় ও অনলাইন ভার্সনে সংশোধনী দিয়ে দু:খ প্রকাশ করা হয়েছিল। এরপরেও মামলা হওয়ার বিষয়টি মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হয়েছে বলে জানান তিনি।
এদিকে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় লক্ষ্মীপুরে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়েছেন। রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাব, লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়ন এবং অনলাইন সাংবাদিক ফোরাম জরুরী বৈঠক ডেকেছে ।
ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা আমরা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি অব্যাহত রাখার হুশিয়ারি দেন সাংবাদিক নেতৃবৃন্দ।
Leave a Reply