বিশেষ প্রতিনিধি :
নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমুহনী পৌরসভা ও হাতিয়া পৌরসভায় ৩০ জানুয়ারি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করেছেন চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় বেগমগঞ্জ মডেল থানা প্রাঙ্গনে পুলিশের কর্মকর্তাদের সাথে এই মতবিনিময় করেন ডিআইজি আনোয়ার হোসেন।
ডিআইজি আনোয়ার হোসেন বলেন, সুষ্ঠ নির্বাচন উপহার দেয়ার জন্য পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। বিশৃঙ্খলাকারীদের ছাড় দেয়া হবে না।
এসময় নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেনের সার্বিক দিক নির্দেশনায় বেগমগঞ্জ মডেল থানায় সৌন্দর্য বর্ধন “কিছুক্ষণ” নামের পার্কের কাজের উদ্বোধন করেন চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন।
এ ব্যাপারে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন বলেন, থানার ভেতরে পার্ক নির্মাণের উদ্যোগটি নিঃসন্দেহে ব্যতিক্রমী। থানায় আগত সেবা প্রত্যাশীরা পুলিশ সম্পর্কে একটি ভালো ধারনা পাবে। পার্কটি থানায় আগত নাগরিকদের বিশ্রাম ও কর্মরত পুলিশ সদস্যদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য নানা প্রকারের ফুলের গাছ লাগানো হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, বেগমগঞ্জ সার্কেল শাহ ইমরান, বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার প্রমূখ।
Leave a Reply