বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুরে পাওনা টাকা না দেয়ায় বৃদ্ধ লোকমান হোসেন (৬৩) নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকে পিটিয়ে ও গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের চর রুহিতা গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত লোকমান হোসেন একই গ্রামর চৌকিদার বাড়ির মৃত মকবুল আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শী মুরাদ ও ব্যবসায়ী মাসুদ জানান, চর রুহিতা গ্রামের সিরাজ উল্যা পলোয়ানের ছেলে খোরশেদের অটোরিকসা দৈনিক জমা হিসেবে চালাতেন লোকমান হোসেন। কিছুদিন পূর্বে খোরশেদের রিকশা চালানো বন্ধ করে অন্য রিকশা চালানো শুরু করে সে। এতে লোকমানের কাছে ২০০ টাকা পাওনা হয় খোরশেদ। ঘটনার দিন রাত সাড়ে ১১টার দিকে লোকমানকে রাস্তায় গতিরোধ করে পাওনা টাকা চায় খোরশেদ। টাকা পরে দেওয়ার কথা বললে খোরশেদ অটোরিকসা চালক লোকমানকে এলোপাতাড়ি পিটিয়ে মাটিতে পেলে দেয়। এক পর্যায়ে তার বুকের উপর উঠে গলা টিপে হত্যা করে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে খোরশেদ ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে বাবার হত্যার বিচারের চেয়ে হাসপাতালের বারান্দায় কান্নায় ভেঙে পড়েন নিহতের ছেলে তাকিব হোসেন। তিনি বলেন, মাত্র ২০০ টাকার জন্য আমার বাবাকে পিটিয়ে ও গলা টিপে হত্যা করা হয়েছে। এঘটনায় অভিযুক্ত খোরশেদের বিচারের দাবী করেন তিনি।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, খোরশেদ ও লোকমানের মধ্যে ২০০ টাকা নিয়ে হাতাহাতি করতে গিয়ে লোকমান নিহত হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
Leave a Reply