বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে অবৈধভাবে জনচলাচলের ফুটপাত দখলকারী হকারদের উচ্ছেদে অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার (০৮ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টা থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, চন্দ্রগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক। এসময় বিপুল সংখ্যক পুলিশ সদস্য অভিযানে অংশনেয়।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারী জনসাধারণ জানায়, চন্দ্রগঞ্জ বাজারের মহাসড়ক ও বাজারের অভ্যন্তরীণ সড়কের দু’পাশের ফুটপাত দীর্ঘদিন যাবত অবৈধভাবে দখল করে রেখেছে শতাধিক ভাসমান হকাররা। এতে জনসাধারণকে একদিকে যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, অন্যদিকে বাধ্য হয়েই পথচারী সাধারণ মানুষ সড়কের উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়েছে। হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করায় সন্তোষ প্রকাশ করেছেন বাজারের
সাধারণ ব্যবসায়ীরা।
তবে বিশেষ স্বার্থান্বেসী গোষ্ঠির ইশারায় উচ্ছেদকৃত এসব হকাররা যেন পুনরায় ফুটপাত দখল করে বসতে না পারে, সেদিকে কঠোর নজরদারী করার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।
এদিকে হঠাৎ করে অভিযান পরিচালনা করায় ক্ষোভ প্রকাশ করেছেন উচ্ছেদকৃত ফুটপাত দখলকারীরা। বাজার ব্যবসায়ী কমিটির সাথে আলোচনা করে ক্ষতিগ্রস্ত এসব হকারদের পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী জানান তারা।
অপরদিকে ঘরভাড়াটিয়া ব্যবসায়ীদের দাবী, সপ্তাহে হাটবারের দুইদিন শুধু হকারদের বসতে দেওয়া হোক। বাকী ৫দিন ফুটপাত দখল করে হকাররা যেন কোনোভাবেই বসতে না পারে এব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবী তাদের।
চন্দ্রগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানিয়েছেন, বিট পুলিশিং কর্মসূচির আওতায় চন্দ্রগঞ্জ বাজারে হকার উচ্ছেদে অভিযান চালানো হয়েছে।
ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাত থাকবে।
প্রসঙ্গত, চন্দ্রগঞ্জে অবৈধভাবে ফুটপাত দখলের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।
Leave a Reply