ইব্রাহিম খলিল :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযানে দুইজন ইয়াবা ব্যাবসায়ী, একজন জিআর ও একজন চুরির মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের এবাদুল্যা ব্যাপারী বাড়ির আবদুর জব্বারের ছেলে ইয়াবা ব্যাবসায়ী মামুন হোসেন (২৪) ও একই এলাকার মহরম বাড়ির মোরশেদ আলমের ছেলে রকি (২২)।
চন্দ্রগঞ্জ থানা এসআই মো. সাইফুল আলম জানায়, চন্দ্রগঞ্জ বাজারে একদল মাদক ব্যাবসায়ী মাদকের পাচার করার জন্য অপেক্ষা করছে। এমন গোপন সংবাদে সোমবার রাতে ওই এলাকায় একটি অভিযান চালায় চন্দ্রগঞ্জ থানার পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ২ জনকে গ্রেফতার করেছে। পরে ধৃত ব্যাবসায়ীদের দেহ তল্লাশী চালিয়ে উভয়ের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওই মাদক ব্যাবসায়ীরা দীর্ঘদিন যাবৎ চন্দ্রগঞ্জ ও বেগমগঞ্জের আশপাশে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিলো।
এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের শেষে মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে লক্ষ্মীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
একেই দিন চন্দ্রগঞ্জ থানার দাশের হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় রহিমপুর গ্রামের সাজু মিয়ার ছেলে দুইটি জিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী দুর্র্ধষ ডাকাত নুর হোসেন প্রকাশ রোসা(৩৫) এবং নুরুল্লাহপুর গ্রামের হোসেনের ছেলে পেনাল কোড এর সন্দিগ্ধ আসামী মো. হাফিজ (৩৭)কে গ্রেফতার করা হয়।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২২পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যাবসায়ী ও একজন জিআর মামলার ওয়ারেন্টের আসামি এবং একজন চুরির মামলার আসামিকে গ্রেফতার করে মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। এই অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে তিনি জানান।
ইব্রাহিম খলিল
চন্দ্রগজ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
০১৭১৯-১৪৪১৪৮
১০/০২/২০২১
Leave a Reply