বিশেষ প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে চৌমুহনী প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে চৌমুহনীর পাবলিক হলের সামনের প্রধান সড়কে চৌমুহনী প্রেসক্লাব এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এম এম রফিজুল হক, প্রেসক্লাবের সভাপতি আশরাফ ছিদ্দিকী বাবু, সহ-সভাপতি ইয়াকুব নবী ইমন, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিনসহ অনেকে।
বক্তারা অপরাজনীতির শিকার সাংবাদিক মুজাক্কির হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান। না হয় কঠোর কর্মসূচী দেয়ার ঘোষনা দেন।
একেই সময় বক্তব্য রাখেন নোয়াখালীর টিভি সাংবাদিক ফোরাম ও মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন কামাল, টিভি সাংবাদিক ফোরামের সাহিত্য ও প্রচার সম্পাদক ইয়াকুব নবী ইমন সহ অনেকে। সাংবাদিক এ এস এম রেজওয়ান, জুযেল রানা লিটন, এস এম জামাল, আলা উদ্দিন, সুমন পাল, ইউনুছ বাহার, সফি উদিন পিন্টু, রাসেদ বিল্লাহ, মনির জামসেদ প্রমুখ। এছাড়া মাইজদিতে প্রতিবাদ কর্মসূচি পালন।
এদিকে মাইজদী বিভিন্ন স্থানে আজও সাংবাদিক মুজ্জাকির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তশূলক শাস্তির দাবিতে মানববন্ধন-সমাবেশ হয়েছে। সকাল সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, রিপোর্টাস্ ক্লাব ও তৃণমুল সাংবাদিক কল্যাণ সোসাইটি নামে সাংবাদিকদের তিনটি সংগঠনের উদ্যোগে মানববন্ধন-সমাবেশ করা হয়।
একই দাবিতে দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিরাপদ ‘নোয়াখালী চাই’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সব কর্মসূচি থেকে বক্তারা সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Leave a Reply