বিশেষ প্রতিনিধি :
নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে আহসান উল্যাহ প্রকাশ আনিস বেপারী (৪৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সন্দেহে নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার পশ্চিম নরসিংহপুর গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আহসান উল্যাহ আনিস ওই বাড়ির আবদুল আলিমের ছেলে। তিনি বাঁশ দিয়ে তৈরি জিনসপত্রের ব্যবসা করতেন।
স্থানীয়রা জানায়, সকালে গাছ কাটার জন্য বাড়িতে শ্রমিক নিয়ে আসেন আনিস বেপারী। শ্রমিকরা গাছ কাটার সময় তাদের বাঁধা দেন একই বাড়ির দোলোয়ার হোসেন ও রুবেল। এ নিয়ে আনিসের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেলোয়ার ও রুবেল এলোপাথাড়ি মারধর করে আনিসকে জখম করলে তিনি মাটিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসক আনিসকে মৃত ঘোষণা করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও, ঘটনার পর অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।
Leave a Reply