ফেনীতে পৃথক অভিযানে বিদেশি অস্ত্র ও ফেনসিডিলসহ গ্রেফতার ২
Reporter Name
Update Time :
মঙ্গলবার, এপ্রিল ২০, ২০২১
305 Time View
প্রতিদিনের খবর ডেস্কঃ
ফেনীতে দুটি পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল ও ৩টি গুলিসহ এক সন্ত্রাসীকে এবং ২৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মধ্যম রামপুর এবং সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, ফেনী সদরের ফরহাদনগর ইউপির নৈরাজপুর গ্রামের বাসিন্দা মো. শাফায়েত উল্যাহ ও ফেনসিডিল বিক্রেতা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মো. রিয়াদ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মধ্যম রামপুর এলাকা থেকে শাফায়েত উল্যাকে এবং সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে মো. রিয়াদকে গ্রেফতার করা হয়। ফেনী সদর মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক মামলা দায়েরের পর তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
র্যাব-৭, ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত এসপি মো. মাহফুজুর রহমান জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মধ্যম রামপুর এলাকায় অভিযানে যায়। এ সময় তাদের দেখা মাত্রই শাখাওয়াত দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাকে ধাওয়া করে আটকের পর তার শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ৩টি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় ফেনী মডেল থানায় অস্ত্র মামলা দায়ের শেষে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে শাফায়েত উল্যাহ নিজে মাদক ব্যাবসা, অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে স্বীকার করেন।
অপরদিকে একই রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতা রিয়াদকে গ্রেফতার করা হয়। ফেনী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply