নোয়াখালী প্রতিনিধি:
মেয়াদ শেষ হওয়ার পর চাল না নেওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খাদ্য গুদামের অফিস হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এতে খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন গুরুতর আহত হয়েছেন। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, বরো মৌসুমের আমাদের চাল সংগ্রহের মেয়াদ শেষে মঙ্গলবার অনৈতিক ভাবে গুদামে ২২ মেট্রিক টন চাল দেওয়ার চেষ্টা করেন বাংলাবাজার ক্রিসেন্ট অটো রাইচ মিলের মালিক মহিন উদ্দিন। আমাদের ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা তা নিতে অপারগতা প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে মহিন উদ্দিন অফিসে হামলা চালিয়ে ভাংচুর ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেনকে মারধর করে। আমরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে মামলা করেছি উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে।
তবে অভিযুক্ত ক্রিসেন্ট অটো রাইচ মিলের মালিক মহিন উদ্দিনের মোবাইল কল করলে বন্ধ পাওয়া যায়।
Leave a Reply