বিশেষ প্রতিনিধিঃ
নোয়াখালীর চৌমুহনীতে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ মিছিল করেছে সনাতন ধর্মাবলম্বীরা।
শনিবার সকালে নিহত যতন লাল সাহার লাশ নিয়ে এ বিক্ষোভ মিছিল করে তারা। এদিকে মন্দিরে হামলা, ভাংচুর ও নিহতের ঘটনায় এখনো মামলা না হলেও পুলিশ ৪৭ জনকে গ্রেফতার করেছে। সকাল থেকে বাজারের অধিকাংশ দোকান পাট বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি র্যাব বিজিবি আমর্ড পুলিশসহ বিপুল সংখ্যক অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। একই সময় আওয়ামীলীগৈর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কথা বলেন এবং ঘটনার সঠিত তদন্ত করে বিচারের আশ্বাস দেন।
উল্লেখ্য, কুমিল্লার পূজা মন্ডপে সংগঠিত ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার নোয়াখালীর চৌমুহনীতে কয়েকটি মন্দির ও পুজা মন্ডপে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করে একদল দুবর্ৃত্ত। এতে ২ জন নিহত ও পুলিশসহ অর্ধশত আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আজ সন্ধা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুন নাহার জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চৌমুহনী পৌর এলাকায় ১৪৪ ধারা
জারি রয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন, ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪৭জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
Leave a Reply