লক্ষ্মীপুর প্রতিনিধি :
“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যের মধ্যদিয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জাঁকজমকপূর্ণ পরিবেশে কমিউনিটিং পুলিশিং ডে-২০২১ উদযাপিত হয়েছে। চন্দ্রগঞ্জ থানা পুলিশ ও চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং সেলের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় চন্দ্রগঞ্জ থানার মোড় থেকে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক পদক্ষিণ করে শাহী সিএনজি ফিলিং স্টেশন ঘুরে থানা চত্তরে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। এসময় কমিউনিটি পুলিশিং সেলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশাল কেক কাটেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান-পিপিএম। সভাপতিত্ব করেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী, চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং সেলের সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও সাধারণ সম্পাদক বদরুল আলম শ্যামল, হাজিরপাড়া ইউপির চেয়ারম্যান সামছুল আলম বাবুল পাটোয়ারী, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, বিশিষ্ট চিকিৎসক ডা, শহীদুল্যাহ স্বপন, কফিল উদ্দিন বিশ^বিদ্যালয় কলেজ মসজিদের খতিব মাওলানা মোঃ আলতাফ হোসেন ও চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন কমিটির সভাপতি জয়দেব নাথ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) শফিক উল্যাহ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আহছানুল কবির রিপন, সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় ঐক্যজোটের আহ্বায়ক এম. ছাবির আহম্মদ, দিঘলী ইউপি চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান, চন্দ্রগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মাও. মো. আব্দুল কুদ্দুছ, সহ-সাধারণ সম্পাদক গৌতম মজুমদার, সুজন-সুশাসনের জন্য নাগরিক চন্দ্রগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তালেব প্রমুখ।
Leave a Reply