বেগমগঞ্জ প্রতিনিধি :
সহিংসতা রোধ, চুরি, ডাকাতি, চাঁদাবাজি বন্ধ, কিশোরগ্যাং ও মাদকাসক্ত আটক, তদন্ত ছাড়া মামলা রেকর্ড করে নিরপরাধ মানুষ হয়রানি রোধে কার্য করে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যেগে উপজেলা চেয়ারম্যান সমিতির সম্মেলন কক্ষে এই সভা অনুষ্টিত হয়েছে।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহানাজ বেগম।
এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, চৌমুহনী পৌরসভার প্যানেল মেয়র সাহাব উদ্দিন কাজল, এডভোকেট শরিফুল ইসলাম, নোয়াখালী জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুল বাশার স্বপন, মুক্তিযোদ্ধা আবুল হোসেন বাঙ্গালী, বিনয় কিশোর রায়, বাবু তপন চন্দ্র মজুমদার, অধ্যাপক রশিদ আহমদ, আরিফুর রহমান চেয়ারম্যান, চৌমুহনী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল ইসলাম রনি, টিআই কামরুল হাসান প্রমুখ।
সভায় যেকোন অপরাধ মুলক কর্মকান্ড রোধে সকল মহল এগিয়ে আসতে হবে। অন্যথায় কোন ভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন করা সম্ভব হবে না। তাই যে যার অবস্থান থেকে ভুমিকা নিয়ে অপরাধ প্রবনতা রুখতে হবে বলে সকলে ঐক্যমত পোষন করেন।
Leave a Reply