বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কফিল উদ্দিন ডিগ্রী কলেজে এবারের এইচএসসি পরীক্ষার্থীরা দিনভর ক্যাম্পাসে নাচ, গান, নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে র্যাগ ডে পালন করা হয়েছে।
শনিবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে র্যাগ ডে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এম মাসুদুর রহমান সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কফিল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রিয়বত চৌধুরী, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আইনুল আহম্মেদ তানভীর, চন্দ্রগঞ্জ থানার ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাজিবুল ইসলাম নিশান, বি.বি.এ অনার্স শাখার সভাপতি আনিক রহমান, ছাত্রলীগ নেতা সাইফুল আলম জিকো, শাহপরান শাকিল প্রমুখ।
শিক্ষাজীবনের শেষদিনটা সকলের স্মৃতিতেই একটি বিশেষ জায়গা দখল করে রাখে। তাই সে দিনটিকে আরো স্মৃতিময় করে রাখতে কলেজ শাখা ছাত্রলীগের এই উদ্দেগ।
এতে শিক্ষার্থীরা একজন আরেকজনের মুখে, পোশাকে রং লাগিয়ে দেয়। রং এর নাকানি-চুবানি খেয়ে সকলের অবস্থা প্রায় ভুতুড়ে হয়ে যায়। তারা একে-অপরের পোশাকে লিখে দেয় পছন্দের কোনো কথা। দিনভর ক্যাম্পাসে নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠানর মধ্য দিয়ে শেষ হয় এই অনুষ্ঠান।
Leave a Reply