বিশেষ প্রতিনিধি :
চতুর্থ ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে কেউ অরাজকতা, বিশৃঙ্খলা করলে তাদের কঠিন পরিণতি হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন, জেলা পুলিশ সুপার (এসপি) ড. এএইচএম কামরুজ্জামান (পিপিএম-সেবা)। তিনি বলেন, আমরা কোনো মার্কা চিনিনা। সব প্রার্থী আমাদের কাছে সমান।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে চন্দ্রগঞ্জ থানাধীন পোদ্দার বাজার পুলিশ ক্যাম্পের নতুন ভবন উদ্বোধন শেষে স্থানীয় ভাই ভাই ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত এক সূধী সভায় প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কৃষি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট দানবীর মো. কায়কোবাদ।
পুলিশ সুপার কামরুজ্জামান আরো বলেন, কেউ যদি রক্ষচক্ষু দেখায়, আপনারা কাউকে ভয় পাবেন না। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আপনি প্রার্থী হলে ভোটারদের কাছে যান, ভোটারদের মন জয় করুন। ভোটাররা আপনার মার্কা দেখে ভোট দিলে আপনি জয়ী হবেন। অন্য কোনো পথ অবলম্বন করলে বা চিন্তাধারা থাকলে পরিণতি খুবই ভয়াবহ হবে। তিনি বলেন, আপনারা ইতিমধ্যে রামগঞ্জ, কমলনগর, রামগতির ইলেকশন দেখেছেন। সেখানে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আমরা কাউকে ছাড় দেইনি এবং দেবোও না। আমি ভদ্র লোকের জন্য ভদ্র, খারাপ লোকের জন্য আমি কঠোর হতে দ্বিধা করবো না। এই ম্যাসেজ সব প্রার্থীকে পৌঁছে দেওয়ার আহ্বান জানান পুলিশ সুপার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তাফাজ্জল হোসেন পাটোয়ারী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মিমতানুর রহমান, জেলা পরিষদের সদস্য বেলায়েত হোসেন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল নোমানসহ এলাকার গণ্যমান্য বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর লক্ষ্মীপুর সদরের ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বিশিষ্ট দানবীর প্রাক্তণ সচিব বীর মুক্তিযোদ্ধা মো. কায়কোবাদ পুলিশ ক্যাম্পের জন্য ২০ শতাংশ জমি দানসহ এলাকাবাসীর সহযোগিতায় ৪১ লাখ টাকা ব্যয়ে নতুন এই ভবন নির্মাণ সম্পন্ন করা হয়।
Leave a Reply