বিশেষ প্রতিনিধিঃ
শনিবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা ব্যবসায়ি হারুনুর রশিদের বসত ঘরে হামলা ও ভাংচুর চালিয়েছে।
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা ব্যবসায়ী হারুনুর রশিদের বসত ঘরের টিনের বেড়া কুপিয়ে তছনছ ও ঘর লক্ষ্য করে গুলি চালায়। খবর পেয়ে রাতেই রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই আলী আহাম্মদের নেতৃত্বে টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলা চালানো হয় বলে দাবী করছেন হারুনুর রশিদ ও তার বড় ভাই খোরশেদ আলম এবং নুর আলম।
হামলার শিকার ব্যবসায়ী হারুনুর রশিদ জানান, পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে তিনি রাতে একাকী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আড়াইটার দিকে অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তার বসত ঘরে হামলা চালায়। সন্ত্রাসীরা তার বসত ঘরের টিনের বেড়া কুপিয়ে তছনছ করে তার ঘরে প্রবেশের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে হামলাকারিরা তার ঘর লক্ষ করে ৩/৪ রাউন্ড ফাকা গুলি করে পালিয়ে যায়। হারুনুর রশিদ ও তার ভাইয়েরা জানান, তাদের প্রতিবেশী নুরুল ইসলাম ও তার ছেলেদের সাথে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে অভিযুক্ত নুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জমি নিয়ে বিরোধের কথা স্বীকার করলেও হামলার সাথে তাদের কেন সম্পৃক্ততা নেই বলে দাবী করেন।
এ দিকে হারুনুর রশিদের পরিবার জানান, তাদের সাথে যাদের জমিজমা নিয়ে বিরোধ তাদের ঘরের মেয়ে ও ছেলের বউরা তাদের হুমকি ধমকি দিচ্ছে তাদের পরিবারের ছেলে এবং পুরুষদের নারী নির্যাতনের মামলা দিয়ে ফাঁসাবে।
Leave a Reply