বেগমগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে নারী ও শিশু, যৌতুক মামলায় পালাতক আসামীকে গ্রেফতার করে পুলিশ।
দীর্ঘদিন পালিয়ে থাকার পর বৃহস্পতিবার বিকালে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে বেগমগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি আলাইয়ারপুর ইউনিয়নের ধীতপুর গ্রেমের সেলিমের ছেলে ফিরোজ।
মামলা বাদী সোহেল ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২০১৫ ইং সালে আলাইয়ারপুর ইউনিয়নের নাজমুন নাহারের সাথে একই গ্রামের ঢেডা বাড়ির ফিরোজের সাথে পারিবারিকভাবে চার লক্ষ টাকা কবিনে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ফিরোজ স্ত্রী নাজমুন নাহারের প্রতি কোনো দায়িত্ব ও কর্তব্য পালন না করে নানা অজুহাতে স্ত্রী ও তার পরিবারের কাছে যৌতুকের টাকা ও বিভিন্ন জিনিসপত্র দাবি করতে থাকেন। সংসারের সুখের কথা চিন্তা করে স্ত্রী নাজমুন নাহার ও তার পরিবার ফিরোজকে নগদ দুই লাখ টাকা, লক্ষাধিক টাকার আসবাবপত্রসহ প্রায় তিন লাখ টাকা নগদ প্রদান করে। এছাড়াও সে একের পর এক যৌতুকের দাবি করতে থাকে এবং টাকা দিতে অপারগতা প্রকাশ করলে স্ত্রী নাজমুন নাহারকে বেদম মারধর করে মারাত্মক জখম করে।
এই নিয়ে কয়েকবার গ্রাম্য বিচারিক বৈঠক হয়। কিন্তু এতে নির্যাতনের পরিমাণ আরো বেড়ে যায়, পরে নাজমুন নাহার পিত্রালয়ে চলে আসেন। পরে নাজমুন নাহারের বড় ভাই সালাউদ্দিন সোহেল বাদী হয়ে ২০১৬ সালে বেগমগঞ্জ থানায় একটি নারী-শিশু নির্যাতন দমন, যৌতুক আইনে নাজমুন নাহারের স্বামী ফিরোজের এর বিরুদ্ধে মামলা দায়ের করে। উক্ত মামলায় পর থেকে ফিরোজ পলাতক ছিল।
এই বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ওসি তদন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply