বিশেষ প্রতিনিধি:
মেধাবী খুঁজে বের করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে হাজিরপাড়া গ্রন্থাগারের শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলার ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রায় দুই শতাদিক শিক্ষার্থী বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে দুই ঘণ্টায় পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এদের মধ্যে ট্যানেলফুল ও সাধারণ গ্রেড ক্যাটাগরিতে পরিক্ষার ফল প্রকাশ করে মেধাবীদের হাতে শিক্ষা উপকরণ, সনদ ও নগদ টাকা তুলে দেওয়া হবে বলে জানান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি।
হাজিরপাড়া গ্রন্থাগারের বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মহিউদ্দিন কচি, হাজিরপাড়া গ্রন্থাগারের উপদেষ্টা নুরুল মোরছালিন মাছরুর, ইকবাল হোসেন মিলন, হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের সহ কারী প্রধান শিক্ষক সাহাব উদ্দিন, সিনিয়র শিক্ষক মিয়া মণির হোসেন, হাজিরপাড়া গ্রন্থাগারের সাধারণ সম্পাদক শহীদ আনসারী, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, হাজিরপাড়া গ্রন্থাগারের পৃষ্ঠপোষক জসিম উদ্দিন, আমির হোসেন, জসিম উদ্দিন দিপু, আনোয়ার হোসেন, মনোয়ার হোসেন, হাজিরপাড়া গ্রন্থাগারের প্রচার সম্পাদক ও সাংবাদিক মো. ইসমত দ্দোহা বাবু, সাংবাদিক মহিন উদ্দিন লিটন।
কেন্দ্র পরিদর্শন কালে, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মহি উদ্দিন কচি বলেন, ছড়িয়ে, ছিটিয়ে থাকা আমাদের মেধাবী মুখগুলোকে শিক্ষা বৃত্তি পরীক্ষার মাধ্যমে খুঁজে বের করা আমাদের এই লক্ষ ও উদ্দেশ্য। আশা করি এ পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থী তাদের মেধা, জ্ঞান, জাতি, দে-শ ও সমাজের কল্যাণে নিবেদিত করবে।
Leave a Reply