বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে খলিল পাটোয়ারী বাড়ির আব্দুল বাতেনের করা হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন মামলা আদালতে মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলা থেকে অব্যাহতি পান মাদ্রসার নৈশ্য প্রহরী ইয়াছিন ও তার ছেলে কফিল উদ্দিন।
মামলা থেকে অব্যাহতি পাওযার পরথেকে আব্দুল বাতেনের পরিবার বিভিন্নভাবে ইয়াছিনের পরিবারকে হুমকি-ধমক দিতে থাকে।
মঙ্গলবার (৭মে ২০২৪) দুপুরে নোয়াখালী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা খানম বৈশাখী তাদের অব্যাহতির আদেশ দেন।
ভুক্তভোগী নৈশ্য প্রহরী ইয়াছিন বলেন, আমি ও আমার ছেলে আব্দুল বাতেনের মামলা থেকে অব্যাহতি পাওয়া ক্ষিপ্ত হয়ে আব্দুল বাতেনের নেতৃত্বে আমানত উল্যাহ, মিনু বেগমসহ কয়েকজন পূর্নরায় আমার বসত বাড়ির চলাচলের রাস্তায় অন্যায় ভাবে টয়লেটের টাংকি (রিং) স্থাপনের চেষ্টা করে, চলাচলের বাদা সৃষ্টি করে এবং আমার পরিবারের সদস্যদের হুমকি ধমকি দেয়। এই বিষয় মামলা করিলে বা প্রশাসনকে জানালে আমাদেরকে বসত ঘর থেকে বাহির হতে দিবেনা বলে অশ্লীল ভাষায় গালমন্দ ও ভয়ভীতি দেখায়।
তিনি আরো বলেন, আমরা তাদের মামলা থেকে অব্যাহতি পয়েছি আদালতে আমরা ন্যায় বিচার পেয়েছি। তাদের বিরুদ্ধে আদালতে আমাদের একটি মামলা চলমান। আদালত যে রায় দিবে সেইটা আমারা মেনে নিবো। তারা আমাদেরকে মামলাটি প্রত্যাহার করার জন্য চাপপ্রয়োগ করতে থাকে। মামলা প্রত্যাহারে রাজি না হওয়া আব্দুল বাতেনসহ আমাদের চলাচলের রাস্তা বন্ধ করতে বাড়ির উপরে চলাচলের রাস্তায় টয়লেটের টাংকি (রিং) স্থাপনের পায়তারা করে। এ অবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। এ বিষয়ে আমি বেগমগঞ্জ মডেল থানা ও উপজেলা নির্বাহীকর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানা ওসি বলেন, অভিযোগ পেয়ে সরজমিনে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি আমরা দেখছি।
উপজেলা নির্বাহীকর্মকর্তা বিষয়টি আমলে নিয়ে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানকে আইননুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদেশ দেন।
Leave a Reply