ইব্রাহিম খলিল মঞ্জু :
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের হল রুমে পুরস্কার বিতরণ করা হয়।
সাংবাদিক মো. মিজানুর রহমান মল্লিকের সঞ্চালনা এ্যাডভোকেট সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ বাংলা ব্লাড ব্যাংকের উপদেষ্টা ও চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক গাজী জিসান আহাম্মদ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পদপ্রার্থী মো. আবদুন নুর, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আলাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মনির হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ,
সিনিয়র সদস্য সাংবাদিক মো. ইব্রাহিম খলিল মঞ্জু, সাংবাদিক মো. হাছান, সাংবাদিক নুরে আলম সিদ্দিকী রাজু, বিকেবি ব্লাড ব্যাংক ইসমাইল খাঁন সুজন খেলোয়াড়বৃন্দ।
প্রধান অতিথি মো: আবুল কালাম আজাদ বলেন, আমরা উদার গনতন্ত্রে বিশ্বাস করি যেখানে সকল পেশা শ্রেণির মানুষ সমান অধিকার নিয়ে থাকবে। সবাই সমান ভাবে ক্রীড়া সাহিত্য সংস্কৃতির চর্চা করবে। সবুজ বাংলা ব্লাড ব্যাংক নিয়মিত রক্ত দিয়ে সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে কাজ করছে আমি তাদেরকে সাদুবাদ জানাই।
পাশাপাশি তিনি চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের প্রসংশা করে বলেন আমরা আশা করি এখানে সকল মত ও পদের মানুষ বসার সুযোগ পাবে সবার কথা প্রেসক্লাবের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হবে।
সকল খেলোয়াড় ও আগত অতিথিদেরও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
Leave a Reply