বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়ার পূর্ব আলাদাদপুরে অবস্থিত আসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত।
শনিবার এক আনন্দমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া ৪০টি ইভেন্টে অংশগ্রহণ করেন কয়েকশত প্রতিযোগী।
কোরআন তেলাওয়াত, ছড়া আবৃত্তি, বস্তা দৌড়, মোরগ লড়াই, ঝুড়িতে বল নিক্ষেপ, ‘এ বালিশ রাখি কোথায়’ সহ আরও অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাদ্রাসার শিক্ষার্থীরা। এই সময় মাদ্রাসা প্রাঙ্গণ ছিল আনন্দে মুখরিত। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে সবার নজর কেড়েছিল বিবাহিত বনাম অবিবাহিতদের রশি টানাটানি প্রতিযোগিতা, যেখানে অবিবাহিতরা পরাজিত হয়। এছাড়া অভিভাবকদের জন্য বিশেষ আয়োজনে ‘এ বালিশ রাখি কোথায়’ ইভেন্টে প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন, যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।
মাদ্রাসার সভাপতি আবদুল মালেক ম্যানেজারের সভাপতিত্বে যুব ও ক্রিড়া সংগঠনের তাওসীফ হাসনাইন তাকিবের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন ইনসুরেন্স কোম্পানি লিমিটেডের ডিএমডি মনির উদ্দিন সবুজ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী কাজি মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পেয়ার মতিন ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজি শাফায়াত হোসেন, লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জহিরুল ইসলাম রনি, হাজিরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান শামছুল আলম বাবুল, ইসলামিক কালচারাল সেন্টার ইতালির সভাপতি জহিরুল ইসলাম কবির এবং মিরপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল মতিন, আসলামিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম আফতাহী, ক্রীড়া অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক সামিউল আবরার প্রমুখ।
আলোচনা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী করেন।
১৯৮৪ সাল থেকে অধ্যাবধি প্রতিষ্ঠানটি আসলামিয়া পরিবারের দান অনুদানে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটি বর্তমানে আটজন শিক্ষকের তত্ত্বাবধানে প্রায় ২০০ শিক্ষার্থীকে অবৈতনিক ভাবে আসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অধ্যয়ন করছে।
Leave a Reply