শিরোনাম:
ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও ষড়যন্ত্রের প্রতিবাদে চন্দ্রগঞ্জে বিএনপির বিক্ষোভ পানিবন্দি মানুষের পাশে আল আমিন ফাউন্ডেশন লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটুক্তির প্রতিবাদে বেগমগঞ্জে বিএনপির বিক্ষোভ বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠ সম্মাননা পেলেন চন্দ্রগঞ্জের মাকছুদুর রহমান চন্দ্রগঞ্জে দিনের আলোতে অপহরণ ৪ জন গ্রেফতার চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচনে তফসিল ঘোষণা চন্দ্রগঞ্জ থানা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, কর্মকর্তা-ফোর্সদের সঙ্গে মতবিনিময় লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
  • 281 Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলার ঐহিত্যবাহী চন্দ্রগঞ্জ বাজারে অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজ বিষয়ক মহড়া এবং বাজার পরিস্থিতি বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।সোমবার (২৪ ফেব্রুয়ারী) সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের গণমিলনায়তনে চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এই মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্যা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা এবং বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন আবুল বাসার, উপ-পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, লক্ষ্মীপুর জেলা।সাংবাদিক মোহাম্মদ হাছান‘র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপি‘র সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) বেলায়েত হোসেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপি‘র যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ (মুন্সি), ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য এনামুল হক রতন, চন্দ্রগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণধন দেবনাথ, প্রণতোষ কর্মকার, সমীর কর্মকার, ভাষান কর্মকার, গণেশ কুরী, ডা. আকমল, ওমর খান, জালাল আহম্মেদ, জাবেদ হোসেন, ইমাম হোসেন টিপু, ব্যবস্থাপনা কমিটির সদস্য ইব্রাহিম খলিল, এরশাদ আলম, জসিম উদ্দিন, ওমর ফারুক প্রমুখ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমীর কর্মকার, জসিম উদ্দিন, ডা. আকমল, ওমর ফারুক, মো. আলাউদ্দিন, বাজারের সাবেক সাধারন সম্পাদক জসিম উদ্দিন,  এনামুল হক রতন, চন্দ্রগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) বেলায়েত হোসেন, আবুল বাসার, উপ-পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, লক্ষ্মীপুর জেলা প্রমুখ।বক্তব্যে আনোয়ার বাচ্চু এবং আবুল কালাম আজাদ (মুন্সী) চন্দ্রগঞ্জ বাজারের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। গত ১৭ বছরের দু’শাসনের সময় এই বাজারে তেমন কোন উন্নয়ন হয় নি। তারা প্রধান অতিথির নিকট বাজার উন্নয়নে আর্থিক বাজেটসহ সুদৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করেন।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, ‘চন্দ্রগঞ্জ বাজার অনেক বড়, এই বাজার থেকে উপজেলা প্রশাসন সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে। বিভিন্ন ভাবে এই বাজার অবহেলিত। আগামীতে এই বাজারের উন্নয়নে সকল প্রকার সাহায্য এবং সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।’আলোচনা সভা শেষে গনমিলনায়নের সামনে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র পরিচালনায় অত্যন্ত প্রয়োজনীয় এবং শিক্ষনীয় আগ্নি বিষয়ক মহড়া উপস্থাপন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, পুরো বাজার পরিদর্শন করেন। এসময় তিনি সকল মাছ ব্যবসায়ীকে মাছ বাজারের নব-নির্মিত শেডে চলে যাওয়ার জন্য নির্দেশ প্রধান করেন। এছাড়াও যারা রাস্তার উপরে দোকান বসিয়ে রেখেছে তাদের দোকান সরিয়ে নেওয়ার জন্য বলেন, অন্যথায় জেলসহ জরিমানা করা হবে বলে হুশিয়ারী দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares