মো: আলাউদ্দিনঃ
মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উপদেষ্টা মাহফুজ আলম (মাহফুজ আবদুল্লাহ নামেও পরিচিত) ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তাঁর নতুন দায়িত্ব গ্রহণ করেন। তিনি দ্বিতীয় ধাপে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। এর আগে তিনি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারীর দায়িত্ব পালন করেন। মাহফুজ আলম, কোটা সংস্কার আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিত। তিনি আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ছিলেন এবং নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য, বিশেষ করে হাসিনা সরকারবিরোধী আন্দোলনে। যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তাকে এই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। গণ-অভ্যুত্থান পরবর্তী ছাত্র নাগরিক এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষায় তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাহফুজ আলম ১৯৯৫ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নারায়নপুর মোল্লা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা আজিজুর রহমান বাচ্চু মোল্লা, একজন রাজনৈতিক সচেতন এবং ধার্মিক ব্যক্তি। তিনি তার শিক্ষা জীবনের শুরু করেন স্থানীয় দাখিল মাদ্রাসা থেকে। পরবর্তীতে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গল্লাক দারুচ্ছুন্নাত আলিম মাদরাসা থেকে দাখিল পাশ করেন এবং তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম (এইচএসসি) পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন।
উপদেষ্টা হওয়ার পর, ২৫ জানুয়ারি ২০২৫ তার জন্মস্থান লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এক বিশাল গণসংবর্ধনা আয়োজন করা হয়। তিনি এখনও অবিবাহিত।
Leave a Reply