শিরোনাম:
চন্দ্রগঞ্জ থানা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২৫ সদস্যের কমিটি  সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাছুম চন্দ্রগঞ্জে সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ থানা বিএনপির অধীন ইউনিয়ন কাউন্সিলের সিডিউল ঘোষণা ঈদের ষষ্ঠদিনে আসছে মুরতজা পলাশের ইউটিউব ফিল্ম ‘টাইগার-২’ লক্ষ্মীপুরে ভূমি বিরোধে সংঘর্ষ, একই পরিবারের ৪ জনসহ আহত ৬ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ একজন গ্রেফতার চন্দ্রগঞ্জে ৯ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী ইমরান গ্রেফতার প্রতিদিন আমার সংবাদ এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে সাংবাদিকের উপর হামলা, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি চন্দ্রগঞ্জে নকল ওষুধ বিক্রির অভিযোগে রাসেল ফার্মেসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ১৬, ২০২৫
  • 525 Time View

বিশেষ প্রতিনিধি:
লক্ষীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ দোয়া ও ইফতার মাহফিল।
শনিবার বিকেলে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের অটোটিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুন নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিনের পরিচালনায় “অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার (ওসি) তদন্ত বেলাল হোসেন, জামায়াতে নেতা দিদারুল ইসলাম, যমুনা টিভির নোয়াখালী প্রতিনিধি মোতাছিন বিল্লাহ সবুজ, আলাইয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন খান, চন্দ্রগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আবদুল কুদ্দুস, এনামুল হক রতন, নজরুল ইসলাম টিটু সহ বিভিন্ন ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় নেতৃবৃন্দ।”
চন্দ্রগঞ্জ থানার (ওসি) তদন্ত বলেন, “রমজান মাসে আমাদের উচিত নিজেদের আত্মপরিশোধন করা, পাশাপাশি সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন করা। পুলিশের পক্ষ থেকে জনগণের নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।”
জামায়াত নেতা বলেন, রমজান মাস আমাদের জীবনে একটি বিশেষ শিক্ষা নিয়ে আসে, যেখানে আমরা আত্মসংযম এবং ধৈর্যের অনুশীলন করি। এই মাসে প্রতিটি ইবাদত ও ভালো কাজ আমাদের জীবনে কল্যাণ বয়ে আনে। আজকের এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা একে অপরকে সমর্থন দিচ্ছি, যাতে সমাজে শান্তি এবং সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়। আমি সবাইকে আহ্বান জানাই, যেন এই মাসে আমাদের ইবাদত আরো আন্তরিক হয় এবং আমরা আল্লাহর রহমত ও ক্ষমা লাভ করি।“
যমুনা টিভির প্রতিনিধি বলেন, আজকের এই মহতি ইফতার মাহফিলের আয়োজনের জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এইমাস হচ্ছে রমজানের পবিত্রতা ও পরিশুদ্ধতার মাস, যেখানে আমরা আত্মবিশ্লেষণ করি, নিজেদের ভুলত্রুটি ঠিক করার চেষ্টা করি এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা স্থাপন করি। ইফতার মাহফিলের এ আয়োজন আমাদের একত্রিত করে, একে অপরের প্রতি সহানুভূতি এবং ভালোবাসা বাড়ায়। আমরা সবাই এই মাহফিলের মাধ্যমে একে অপরকে আল্লাহর প্রতি নিবেদিত এবং তাঁর পথে চলার প্রেরণা পাই। আসুন, আমরা সবাই এই পবিত্র মাসে নিজেদের আমল, ঈমান এবং তাওবা আরও সুদৃঢ় করি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি।”
রমজানের মাহাত্ম্য নিয়ে আলোচনা করেন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের খতিব মাওলানা আলতাফ হোসেন তিনি বলেন, “রমজান মাস আমাদের আত্মশুদ্ধির মাস, যেখানে আত্মবিশ্বাস ও সহানুভূতির মাধ্যমে মানুষের প্রতি আমাদের দায়িত্বের অনুভূতি আরও বৃদ্ধি পায়। এই মাস আমাদের সমাজে ভালোবাসা, সহানুভূতি এবং একতা প্রতিষ্ঠায় সহায়তা করে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares