বিশেষ প্রতিনিধি:
রোববার বিকালে মোরমেদ আলম কমপ্লেক্সে চৌমুহনী প্রেসক্লাবের সদস্যদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি আশরাফ ছিদ্দিক বাবুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি নজির আহাম্মদ, সহ-সভাপতি ইয়াকুব নবী ইমন, সাধারণ সম্পাদক মণির হোসেন বাবু, সহ-সাধারণ সম্পাদক মজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, কোষাধ্যক্ষ আবদুর রহিম, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক বজলুর রহমান মিন্টু, সমাজ কল্যাণ সম্পাদক শিহাব উদ্দিন, ক্রিড়া ও সাহিত্য সম্পাদক হারুন আর রশিদ, সদস্য কবির আহম্মেদ ফারুক, মনির হোসেন সজিব প্রমুখ।
সভাপতির বক্তব্যে আশরাফ ছিদ্দিক বাবু বলেন, “এই ইফতার আয়োজনের মাধ্যমে আমরা সবাই একত্রিত হয়ে একে অপরের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করেছি। পাশাপাশি একে অপরকে সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। আমাদের প্রেসক্লাব ভবিষ্যতে এই ধরনের আরও আয়োজন করবে, যাতে সদস্যদের মধ্যে ভালোবাসা ও একতা বৃদ্ধি পায়। এছাড়াও, প্রেসক্লাবের উন্নয়ন এবং প্রেসক্লাবের নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”
Leave a Reply