বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে তুচ্ছ ঘটনার জেরে সড়ক অবরোধ সৃষ্টি হয়েছে। শনিবার রাত ৯টার দিকে নিউ মার্কেট এলাকায় একটি মটরসাইকেল রাখা নিয়ে বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে, যার ফলে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে দেয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এই অবরোধে ঈদ পরবর্তী ঢাকাগামী যাত্রীরা প্রায় এক ঘণ্টা ভোগান্তির শিকার হন।
নাজমুল হাসান কাউসার চন্দ্রগঞ্জ ইউনিয়ন দেওপাড়া গ্রামের মোহাম্মদ উল্যা মাষ্টার বাড়ির কবির হোসেনের ছেলে, অন্যদিকে ইয়াছিন আরাফাত ইমন ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের দক্ষিণ অভিরামপুর গ্রামের মো. সেলিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রাত ৯টার দিকে চন্দ্রগঞ্জ বাজারে ছাত্রশিবিরের সদস্য ইয়াছিন আরাফাত ইমন এবং ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান কাউসার (লম্বা কাউসার) এর মধ্যে মটরসাইকেল রাখা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ঘটে। পরে, জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মী মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকে এবং কিছুক্ষণ পর পর ককটেল বিস্ফোরণও ঘটে।
এ ঘটনায় ঢাকা ও চট্টগ্রাম যাওয়ার পথে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এক যাত্রী জানান, “সড়ক অবরোধের কারণে আমাদের অনেক দেরি হয়েছে, এর আগে বাস নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা পর পৌঁছেছে।”
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে অবরোধ তুলে নেওয়া হয়।
ঘটনার বিষয়ে ছাত্রশিবিরের ইমন জানান, “আমি মটরসাইকেল রেখে কাউসারকে ভ্যান সরানোর জন্য বলেছিলাম, এরপর সে আমার দিকে তেড়ে এসে হাত দেয়।”
অপরদিকে, ছাত্রদলের কাউসার দাবি করেন, “আমি ভ্যানের ওপর বসে ছিলাম, সে আমাকে ভ্যান চালক মনে করে ভ্যান সরানোর জন্য বলে এবং পরিচয় জানালে উল্টাপাল্টা আচরণ করে, পরে হাতাহাতি হয়।”
চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হান্নান জানান, “বন্ধু সংগঠন থেকে এমন আচরণ আশা করিনি, যদি ২৪ ঘণ্টার মধ্যে সুষ্ঠু সমাধান না হয়, তবে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করব।”
চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী করিম বলেন, “আমরা জামায়াত নেতাদের সঙ্গে আলোচনা করেছি এবং তারা ২৪ ঘণ্টার মধ্যে সমাধান চেয়েছেন। আগামীকাল (রবিবার) আমরা বিষয়টি নিয়ে বসে সমাধান বের করার চেষ্টা করব।”
Leave a Reply